E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগর উপজেলা আ.লীগের সম্মেলন

এবার প্রস্তুতি কমিটি বাতিল চেয়ে জেলা আ.লীগ সভাপতির কাছে একাংশের আবেদন

২০২২ মার্চ ২৩ ১৯:০৯:৪৪
এবার প্রস্তুতি কমিটি বাতিল চেয়ে জেলা আ.লীগ সভাপতির কাছে একাংশের আবেদন

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি এবার বাতিলের আবেদন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা নিয়াজ মোহাম্মদ খানের নেতৃত্বে দলের একাংশের পক্ষ থেকে আজ লিখিতভাবে এ দাবী জানানো হয়েছে। 

আজ বুধবার (২৩ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের এমপি রআম উবায়দুল মোক্তাদির চৌধুরীর কাছে ওই আবেদনপত্রটি জমা দেয়া হয়।

এ সময় নিয়াজ মোহাম্মদ খানের সাথে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার জাকির আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

লিখিত ওই আবেদনের প্রাপ্তি স্বীকার করে মোক্তাদির চৌধুরী এমপি উত্তরাধিকার ৭১ নিউজকে সন্ধ্যায় মুঠোফোনে বলেন, 'আবেদনটি পেয়েছি। এটি পরীক্ষা নীরিক্ষা করে সকলের সাথে কথা বলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'

নবীনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ খান স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়েছে, গত ৬ মার্চ অনুষ্ঠিত নবীনগর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় কোনরূপ আলোচনা না করেই কতিপয় ব্যক্তিবর্গের যোগসাজশে ঢাকায় বসে আসন্ন সম্মেলনে প্রভাব বিস্তার করার হীন উদ্দ্যেশে সম্পূর্ণ অগঠনতান্ত্রিকভাবে সম্প্রতি নয় সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে আবেদনকারী নিয়াজ মোহাম্মদ খান উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, ‘আসন্ন উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে তাৎপর্যপূর্ণ ও সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষে গঠিত অগঠনতান্ত্রিক ও মনগড়া এই সম্মেলন প্রস্তুতি কমিটি অবিলম্বে সম্পূর্ণ বাতিল করতে হবে। তাই গঠনতান্ত্রিক ও সাংবিধানিকভাবে নতুন করে একটি শক্তিশালী সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের জোর দাবি জানিয়ে আমরা জেলা কমিটির সভাপতির কাছে লিখিত আবেদন করেছি।’

প্রসংগত, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিমকে আহবায়ক করে গঠিত নয় সদস্যের প্রস্তুতি কমিটি গঠনের পর থেকেই দলের একাংশের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে প্রচন্ড ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দীর্ঘ আট বছর পর আগামি ২১ মে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

(জিডি/এসপি/মার্চ ২৩, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test