E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদক ব্যবসায়ী ও কোস্টগার্ডের বন্দুকযুদ্ধে নিহত ৩

২০১৪ এপ্রিল ২৬ ১১:১৮:০৫
মাদক ব্যবসায়ী ও কোস্টগার্ডের বন্দুকযুদ্ধে নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদীতে দায়িত্ব পালনকালে মাদক ব্যবসায়ী ও কোস্টগার্ডের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় তিন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কোস্টগার্ডের ২ সদস্য ও কোস্টগার্ডের ট্রলার মাঝি। শুক্রবার ভোর ৫ টার দিকে নাফনদীর শাহপরীরদ্বীপ মোহনায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ একজনসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

এতে আহত কোস্টগার্ডের এমই-১ আবদুস সামাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল ও এবি মোহাম্মদ ফায়সালকে চট্টগ্রাম নৌবাহিনীর হাসপাতাল এবং কোস্টগার্ডের ট্রলার মাঝি আমান উল্লাহকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহতরা হল, টেকনাফের শাহপরীরদ্বীপের মোহাম্মদ হোসেনের পুত্র আমিন মাঝি (৪৫), মহেশখালীর গোরকঘাটা এলাকার কালু (৪৫) ও কক্সবাজার সদরের ইসলামাবাদ এলাকার নুর হোসেনের পুত্র জহির আহমদ (৩৫)।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার কাজি হারুন উর রশিদ জানিয়েছেন, মিয়ানমার থেকে একটি ট্রলার নাফনদী হয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। ওই ট্রলারে মাদক পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড সদস্য ট্রলার থামানোর চেষ্টা করে। এসময় ওই ট্রলার থেকে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও এক ধরণের হাত বোমা বিস্ফোরণ করতে থাকে। এতে কোস্টগার্ডের ২ সদস্য সহ ৩ জন আহত হয়। ওই পরিস্থিতিতে কোস্টগার্ড সদস্য অনুমানিক ৫০ রাউন্ড গুলি ছুঁড়ে। ট্রলারটি মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

এ ঘটনার পর বিকাল ৫ টার দিকে একটি ট্রলার যোগে কক্সবাজার শহরের পেশকারপাড়াস্থ বাঁকখালীনদীর ঘাটে এসে পৌঁছে ৩ জনের মৃতদেহ ও একজন গুলিবিদ্ধ লোক।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনের মৃতদেহ এবং একজন একজন গুলিবিদ্ধ আটক করে।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার কাজি হারুন উর রশিদ জানিয়েছেন, মৃতরা কাদের গুলিতে মারা গেছে তিনি জানেন না। তবে কোস্টগার্ডের সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

তবে গুলিবিদ্ধ আবস্থায় আটক মাঝি মো. হোসেন জানান, গত ১৭ এপ্রিল এফবি হামিদা ট্রলার নিয়ে কক্সবাজার শহরে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় ১০ মাঝিমাল্লা। মাছ ধরতে ধরতে এক পর্যায়ে সেন্টমার্টিন উপকূলে পৌছে তারা। তবে শুক্রবার সকাল ৬ টার দিকে একদল জলদস্যু তাদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ৩ জেলে ট্রলারে মারা যায়। অন্যান্য জেলেরা জীবন বাঁচাতে সাগরে লাফিয়ে পড়ে।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত মডেল থানার উপ-পরিদর্শক মো. সাইফুল জানান, সাগরে কি ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে ৩টি লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

(টিটি/জেএ/এপ্রিল ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test