E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাণীশংকৈলে জাতীয় পার্টির মানববন্ধন

২০২২ মার্চ ২৪ ১১:৪৬:৩৩
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাণীশংকৈলে জাতীয় পার্টির মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, গৃহ-নির্মাণ সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বগতি ও বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন করেছে জাতীয় পার্টি (জাপা)।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২৩ মার্চ) বিকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ হাফিজউদ্দিন আহমেদ, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খায়রুল আলম চৌধুরী, রানীশংকৈল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল, পৌর সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী প্রমুখ ।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি গফুর আলী, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর ইসহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সহ জাতীয় মহিলা পার্টি, ছাত্র সমাজ, কৃষক পার্টি, শ্রমিক পার্টির নেতৃবৃন্দ প্রমূখ ।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি দ্রব্যের লাগামহীন দাম বৃদ্ধি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এতে সাধারণ মানুষ আজ দিশেহারা। সরকারের উচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। তা নাহলে আগামী নির্বাচনে মানুষ এ সরকারের ওপর আস্থা নাও রাখতে পারে।

এসময় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বক্তাগণ আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং আরোও জোরদার করতে হবে।

(এই/এএস/মার্চ ২৪, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test