E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘একটু ধৈর্য্য ধরুন, সব মান অভিমান সহসাই ঠিক হয়ে যাবে’

২০২২ মার্চ ২৪ ১৫:২২:০৮
‘একটু ধৈর্য্য ধরুন, সব মান অভিমান সহসাই ঠিক হয়ে যাবে’

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল বলেছেন,'আওয়ামীলীগ দেশের সবচেয়ে প্রাচীন ও বড় দল। সুতরাং এ দলে নিজেদের মধ্যে মাঝে মাঝে কিছুটা মান অভিমান, ভুল বুঝাবুঝি হতেই পারে। কিন্তু দিন শেষে দলের স্বার্থে, দেশের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী হিসেবে আমরা সকলেই ভাই ভাই, আমাদের মধ্যে কোন বিভেদ নাই। শুধু বলবো, একটু ধৈর্য্য ধরুন, সব 'মান অভিমান' সহসাই ঠিক হয়ে যাবে।'

আসন্ন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে গঠিত নয় সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি নিয়ে বিতর্ক ও উদ্ভুত পরিস্থিতি নিয়ে উত্তরাধিকার ৭১ নিউজের পক্ষ থেকে আজ সকালে দলটির প্রধান হিসেবে তাঁর (বাদল) প্রতিক্রিয়া জানতে চাইলে, দলের সভাপতির দায়িত্বে থাকা বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক এই সাংসদ মুঠোফোনে কানাডা থেকে এভাবেই উপরোক্ত কথাগুলো বলছিলেন। ব্যবসা সংক্রান্ত কাজে তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

দেশের সুপরিচিত নভো এয়ারের চেয়ারম্যান ও তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ধনাঢ্য ব্যবসায়ী ফয়জুর রহমান বাদল উত্তরাধিকার ৭১ নিউজকে আরও বলেন,' নবীনগর উপজেলা আওয়ামীলীগের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা সকলেই যোগ্য ও মেধাবী। এঁদের মধ্যে সিনিয়র সহসভাপতি নিয়াজ ভাই আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ও শ্রদ্ধেয় নেতা। সুতরাং তাঁর মতো সহজ সরল অমায়িক, স্বজ্জন ভদ্রলোককে 'ব্যবহার' করে দলের হাতেগুণা কয়েকজন নেতা যেভাবে 'ঘোলা পানিতে মাছ শিকার' করতে চাচ্ছে, সেটি বড়ই বেদনাদায়ক ও দু:খজনক। এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হবে এবং দলের বিরুদ্ধে মিটিং মিছিলে বর্ষিয়ান নেতা নিয়াজ ভাইয়ের 'ক্লিন' ইমেজও ক্ষুন্ন হবে।

রাজনীতিতে অনেকটাই 'নবাগত' এই সাবেক সাংসদ বাদল কারও নাম উল্লেখ না করে বলেন, ‘কিছু বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নেতার প্ররোচনায় আওয়ামীলীগের কেউ কেউ যখন আমাদের ব্যবসা বাণিজ্য কিংবা শিক্ষা দীক্ষা নিয়ে প্রকাশ্য সভায় প্রশ্ন তুলে আমাদেরকে হেয় প্রতিপন্ন করতে চান, তাঁদের উদ্দ্যেশে শুধু বলবো, এতে আমরা নই, বরং আপনি বা আপনারাই জনগণের কাছে ছোট মনের পরিচয় দিচ্ছেন, নিজেরাই বরং হেয় প্রতিপন্ন হচ্ছেন। সুতরাং কারও প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য নিজের ইমেজকে দয়া করে কেউ ক্ষুন্ন করবেন না।'

নবীনগর উপজেলা আওয়ামীলীগের প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে খোলামেলাভাবে সুদূর কানাডা থেকে প্রায় ১৭ মিনিট ধরে মুঠোফোনে কথা বলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এই সাংসদ বাদল বলেন, 'আমি কয়েকদিনের মধ্যেই কানাডা থেকে দেশে ফিরবো। তখন আমরা আমাদের এমপি শ্রদ্ধেয় বুলবুল ভাইসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একত্রে বসলেই সম্মেলন প্রস্তুতি কমিটি নিয়ে উদ্ভুত পরিস্থিতি ইনশাল্লাহ এক নিমিষেই কেটে যাবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, এবার একটি সফল সম্মেলনের মাধ্যমে আমরা নবীনগরে শক্তিশালী গ্রহণযোগ্য সেরা একটি কমিটি নেত্রীকে উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস।'

তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটি আপনি (সাংবাদিক) ঠিকই বলেছেন, সম্মেলন প্রস্তুতি কমিটিতে উপজেলা আওয়ামীলীগের তিন তিনজন সাংগঠনিক সম্পাদককে না রাখাটা আমাদের সঠিক হয়নি।'

প্রসংগত, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বর্তমান সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এবং তিন বারের সাধারণ সম্পাদক এম এ হালিমের স্বাক্ষরযুক্ত এক চিঠিতে এম এ হালিমকে 'আহবায়ক' করে গঠিত নয় সদস্যের প্রস্তুতি কমিটি গঠনের পর থেকেই দলের একাংশের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে প্রচন্ড ক্ষোভ, অসন্তোষ ও হতাশা বিরাজ করছে।

অভিযোগ উঠেছে, দলটির সত্যিকারের প্রবীণ, আদর্শিক ও ত্যাগী নেতাদের বদলে দলের সুদিনে যোগ দেয়া নবাগত একাধিক নেতাকে গঠিত ওই বহুল আলোচিত সম্মেলন প্রস্তুতি কমিটিতে রাখা হয়েছে।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ আট বছর পর বহুল প্রত্যাশিত নবীনগর উপজেলা আওয়ামীলীগের এই ত্রিবার্ষিক সম্মেলন আগামি ২১ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(জিডি/এসপি/মার্চ ২৪, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test