E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরিণাকুণ্ডুতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

২০২২ মার্চ ২৪ ২০:১১:১৩
হরিণাকুণ্ডুতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে হরিণাকুণ্ডু পৌরসভা চত্বরে পৌরসভার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ১০৭ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ৫০টি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে ১০০টি নলকূপ বিতরণ করা হয়।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা, মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম গেন্দা, সাকের আলী, আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, মছির উদ্দিন, সাবেক কমান্ডার মহিউদ্দিন মাস্টার।

আলোচনা সভার শুরুতে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এই প্রথম পৌরসভার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী প্রদান করা হয়।

(একে/এএস/মার্চ ২৪, ২০২২)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test