E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগর খেলাঘর’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

গৌরাঙ্গ দেবনাথ অপু সভাপতি, জামাল হোসেন পান্না সম্পাদক 

২০২২ মার্চ ২৫ ১৭:০৮:৪৩
গৌরাঙ্গ দেবনাথ অপু সভাপতি, জামাল হোসেন পান্না সম্পাদক 

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক কর্মকান্ডকে এগিয়ে নেয়ার দৃপ্ত শপথে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবশেষে 'খেলাঘর আসর' এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খেলাঘরের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে উপজেলা সদরের আদালত সড়কে অবস্থিত 'নাথবাড়ি'তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী মমতাজ বেগম।

সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চলনায় ওই সভায় স্থানীয় সংস্কৃতিকর্মীরা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। সভায় মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের সাংস্কৃতিক কর্মকান্ডকে খেলাঘর আসরের মাধ্যমে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত সদস্যরা নানা যৌক্তিক প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন। এ সময় সংক্ষিপ্ত এক সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত সদস্যরা গান, কবিতা ও অভিনয়ে অংশ নেন।

পরে সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা জামাল হোসেন পান্নাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের নবীনগরে 'মলয়া খেলাঘর আসর' এর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবগঠিত এ কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আবৃত্তিশিল্পী মিনাক্ষী গুহ, সহ সভাপতি যুবনেতা শাকিল রেজা, সহ সাধারণ সম্পাদক সাংস্কৃতিক সংগঠক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাট্য ও সংবাদকর্মী মো. নাছির চৌধুরী, অর্থ সম্পাদক ব্যবসায়ী চন্দন দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক কণ্ঠশিল্পী বিমল দাস, ক্রীড়া সম্পাদক শরীরচর্চা প্রশিক্ষক ডা. দস্তগীর আলম, শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক সফ্টওয়ার ইঞ্জিনিয়ার পার্থরাজ দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শাকিল আহমেদ রুবেল, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল রায়, পাঠাগার সম্পাদক শিক্ষিকা কনকলতা দেবী , সাহিত্য সম্পাদক আবৃত্তিশিল্পী সুখেন্দু চক্রবর্তী শুভ, দপ্তর সম্পাদক তবলা শিল্পী সুদীপ্ত বণিক এবং চারু ও কারুকলা সম্পাদক চিত্রশিল্পী নকশা দেবনাথ।

২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির কার্যকরী সদস্যরা হলেন- শিক্ষক হেলাল উদ্দিন, আবৃত্তিশিল্পী প্রদীপ আচার্য, কণ্ঠশিল্পী সীমু সাহা, কণ্ঠশিল্পী কামাল পারভেজ, আবৃত্তিশিল্পী প্রমা ভৌমিক, কণ্ঠশিল্পী অর্পিতা দেবনাথ, কণ্ঠশিল্পী রীমা দাস, কণ্ঠশিল্পী মৌমিতা দেবনাথ ও ক্ষুদে কণ্ঠশিল্পী কথা দেবনাথ।

প্রসঙ্গত, গৌরাঙ্গ দেবনাথ অপুকে আহবায়ক, মিনাক্ষী গুহকে যুগ্ম আহবায়ক ও জামাল হোসেন পান্নাকে সদস্য সচিব করে নবীনগরে খেলাঘর আসরের একটি আহবায়ক কমিটি ছিল। কিন্তু সম্প্রতি জেলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় আগামি ১৮ মে অনুষ্ঠিতব্য খেলাঘরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলনকে সামনে রেখে জেলার সবকটি উপজেলা কমিটিকে জেলা সম্মেলনের আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য জরুরী নির্দেশনা দেন জেলা কমিটির সভাপতি ডা. আবু সাঈদ ও সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার।

(জিডি/এসপি/মার্চ ২৫, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test