E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্জ্বলন

২০২২ মার্চ ২৫ ১৯:৪৩:০৯
সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্জ্বলন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বধ্যভূমি, গণহত্যা স্থান, যুদ্ধস্থান ও শহরের বিভিন্ন স্কুল কলেজের শহিদ মিনারে মোমবাতি প্রজ্জলন করে একাত্তরের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সিরাজগঞ্জের পুরাতন জেলখানা ঘাট, সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, পাচঁরাস্তা শহীদ মিনার, বাহিরগোলা রেলব্রীজ, রেল কলোনী, ভাটপিয়ারী শালুয়াভিটা, শিয়ালকোল, চন্ডিদাসগাতী, ছোনগাছা, ধিতপুর, কান্দাপাড়া, চুনিয়াহাটি, কামারখন্দ নান্দিনা স্কুল, উল্লাপাড়া চরিয়াশিকা, তাড়াশ আমবাড়িয়া, ইসলামিয়া কলেজ, ভিক্টোরিয়া স্কুল, সবুজ কানন স্কুল এন্ড কলেজ, রানীগ্রাম স্কুল, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, হৈমবালা উচ্চ বালিকা বিদ্যালয়, পি.ডি.পি স্কুল, মওলানা ভাসানী কলেজসহ প্রায় ৫০টি স্থানে ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে গণহত্যা অনুসন্ধান কমিটির উদ্যোগে এই মোমবাতি প্রজ্জলন করা হয়।

সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির কর্মসূচি বিষয় জানতে চাইলে গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধে জনগণ ও সাধারণ শহিদ পরিবারের ভূমিকার যথাযথ মূল্যায়ন না হওয়ায় তাদের মধ্যে এক ধরণের অভিমান সৃষ্টি হয়েছে। আবার মুক্তিযুদ্ধ নিয়ে জনগণের প্রচন্ড আবেগ আছে। সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটি চায়, জনগণের অভিমান দূর করে মুক্তিযুদ্ধের আবেগকে ফিরিয়ে আনতে। গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমি, গণহত্যা স্থান, যুদ্ধস্থান ও শহিদ মিনারে মোমবাতি জ্বালিয়ে জনগণের মুক্তিযুদ্ধের স্মৃতিতে জাগিয়ে তোলা, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত করা।

গণহত্যা অনুসন্ধান কমিটির সংগঠক নব কুমার কর্মকার বলেন, ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালন শহীদদের নামে কৃষ্ণচূড়া বৃক্ষ রোপন, বিভিন্ন রাস্তা ও স্থাপনার নাম শহীদ ও মুক্তিযোদ্ধাদের নামে নাম করন এবং বিভিন্ন গ্রামের মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা এবং সাধারনের চোখে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা এই লেখা গুলি প্রকাশ সহ মুক্তিযুদ্ধে স্মৃতিকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়া এবং মুক্তিযুদ্ধের মূল চেতনায় দেশ পরিচালনা করার দাবীসহ সাধারণ শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য আমরা গণহত্যা অনুসন্ধান কমিটি গত পাচঁ বছর যাবত এই কর্মসূচি পালন করছি

বিভিন্ন স্থানে এই কর্মসূচির নেতৃত্ব দেন, গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, বীর মুুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন বানু, নব কুমার কর্মকার, শহিদুল আলম প্রমুখ।

(আইএইচ/এএস/মার্চ ২৫, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test