E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার দৃপ্ত শপথ

২০২২ মার্চ ২৬ ১৫:৫৪:৪৪
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার দৃপ্ত শপথ

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে আগামি দিনে শক্তিশালী একটি নতুন প্রজন্ম গড়ে তোলার দৃপ্ত শপথ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার খেলাঘর আসরের সদস্যরা। 

গতকাল শুক্রবার রাতে একাত্তুরের ২৫ মার্চ ভয়াল কালো রাত্রি স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবগঠিত মলয়া খেলাঘর আসর আয়োজিত ভার্চ্যুয়াল এক আলোচনায় সভায় বক্তারা এ শপথ নেন। দর্শকনন্দিত জনপ্রিয় নিউজ পোর্টাল নবীনগরের কথার ১২৬তম পর্বের এই ভার্চ্যুয়াল লাইভ আলোচনায় প্রধান আলোচক ছিলেন মলয়া খেলাঘর আসরের প্রধান উপদেষ্টা, একুশে পদক প্রাপ্ত সুরস্রষ্টা শেখ সাদী খান।

দৈনিক বাংলা একাত্তরের বিশেষ প্রতিনিধি ও নবগঠিত মলয়া খেলাঘর আসরের সভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপুর পরিকল্পনা ও সঞ্চালনায় ১ ঘন্টা ২৫ মিনিট ধরে চলা ভার্চ্যুয়াল এ আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সহ সাধারণ সম্পাদক ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মিনহাজ নবী খান পলাশ, নবীনগর মলয়া খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জামাল হোসেন পান্না, সাংগঠনিক সম্পাদক ও সংবাদকর্মী নাছির চৌধুরী এবং কার্যকরী সদস্য কণ্ঠশিল্পী সীমু সাহা।

অনুষ্ঠানের প্রধান আলোচক দেশের বরেণ্য সঙ্গীত পরিচালক শেখ সাদী খান বলেন,'স্বাধীনতার ৫০ বছর পরে এসে আমরা সকলে এখনও কিন্তু খুব একটা ভালো নেই। আমাদের মধ্যে সততা ও দেশপ্রেমের বড়ই অভাব। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমরা এখন অনেকটাই সড়ে এসেছি। বঙ্গবন্ধুর হাতেগড়া ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দেশটাতে এখন সাম্প্রদায়িক একটি গোষ্ঠী তাদের নেতিবাচক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

তাই এখন সময় এসেছে, মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে সব মতভেদ ভুলে গিয়ে ঐক্যমতের ভিত্তিতে শক্তভাবে এ রাষ্ট্র ও ঘুণেধরা সমাজের জন্য হাল ধরতে হবে। আর সে কাজটিই খেলাঘরের সদস্যদেরকে এখন দৃপ্ত শপথ নিয়ে দৃঢ়তার সাথে করে যেতে হবে।'

অনুষ্ঠানের অন্যতম আলোচক মিনহাজ নবী পলাশ তাঁর বক্তব্যে সাংস্কৃতিক রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরের শিবপুরের কৃতি সন্তান, বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর নামানুসারে বিশ্বভারতীর আদলে ব্রাহ্মণবাড়িয়ায় একটি 'বিশ্ববিদ্যালয়' স্থাপনের জোর দাবী জানান। পাশাপাশি বঙ্গবন্ধুর সহচর আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী, নবীনগরের সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদলের পিতা অবসরপ্রাপ্ত সার্জেন্ট প্রয়াত মুজিবুর রহমানের নামানুসারে নবীনগরে চলমান একটি বড় রাস্তার নামকরণ করারও দাবী তুলে ধরেন তিনি।
এসময় জেলা খেলাঘরের পক্ষ থেকে নীহার রঞ্জন সরকারও যুবনেতা পলাশকে সমর্থন করে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রাস্তার নামকরণ বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার জোর দাবী তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষের দিকে কণ্ঠশিল্পী সীমু সাহা দুটি দেশের গান গেয়ে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

(জিডি/এসপি/মার্চ ২৬, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test