E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তারানকোরর বৈঠক নিয়ে মুখ খুললেন ফখরুল

২০১৪ এপ্রিল ২৬ ১১:৫৪:১৫
তারানকোরর বৈঠক নিয়ে মুখ খুললেন ফখরুল

স্টাফ রিপোর্টার : জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের মধ্যে যে বৈঠক হয়েছিল তা নিয়ে এবার মুখ খুললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল দলটি এখন সেই অবস্থানে নেই বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

গত বছরের ডিসেম্বের ঢাকা সফর করেন জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। রাজনৈতিক সমঝোতার উদ্দেশ্যে ৯ ও ১০ ডিসেম্বর আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

গুলশানে জাতিসংঘের একটি প্রকল্প কার্যালয়ে তারানকোর সঙ্গে রাজনৈতিক নেতাদের যে দুই দফা বৈঠক হয়েছিল তাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সাবিহ উদ্দিন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদ্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও ডক্টর গওহর রিজভী উপস্থিত ছিলেন।

তবে ওই বৈঠক নিয়ে কোনো পক্ষই তখন মুখ খোলেনি। অবশ্য বিএনপির পক্ষ থেকে দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী তখন বলেছিলেন, ‘দুই দলের মধ্যে স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

তারানকো ফিরে যাওয়ার পরও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয় যা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন অস্বীকার করেন। তলে তলে দুই দলের মধ্যে আলোচনা হচ্ছে এমন সংবাদ পরিবেশন করায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর চটেও ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘তলে তলে আলোচনা হয় না, তলে তলে ষড়যন্ত্র হয়।’

কিন্তু ওই আলোচনা সম্পূর্ণই ব্যার্থ হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন কোনো সমঝোতাই দেখেনি জনগণ। বিএনপির অংশগ্রহণ ছাড়াই ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে তখন রাজনৈতিক কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোট। এই কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনাও ঘটে। নেতিবাচক প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। পরস্পরের ওপর এর দায় চাপায় আওয়ামী লীগ-বিএনপি।

এদিকে বৈঠকের প্রায় ৫ মাস পর এ বিষয়ে গণমাধ্যমে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠকে দল দু’টির সঙ্গে একটি বিষয়ে ঐক্যমত হয়েছিল বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন ফখরুল।

শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দুঃখের ব্যাপার আমরা এ বিষয় নিয়ে এতো দিন কথা বলিনি। তারানকোর সামনেই আওয়ামী লীগ নেতারা বলেছিলেন- এই (দশম) নির্বাচন নিয়ে কোনো আলোচনা নয়। এরপর দ্রুত যে নির্বাচন হবে তা নিয়ে আলোচনা করবো। কিন্তু তারা সেখান থেকে সরে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) ঠাট্টা করে বলেছিল একতরফা নির্বাচন এরশাদ একটা করেছে, আপনারাও একটা করেছেন, আমরাও একটা করবো। পরবর্তীতে দ্রুত একটা নির্বাচন হবে। শুধু যে তারানকোর সামনে বলেছিলেন তা নয়, বার বারই তারা এ প্রতিশ্রুতি দিয়েছেন।’

(ওএস/এইচআর/এপ্রিল ২৬, ০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test