E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষার্থীদের হাত ধরেই সোনার বাংলা তৈরি হবে : রাষ্ট্রদূত মজিনা

২০১৪ সেপ্টেম্বর ২৫ ২৩:৩৮:৫৬

চাঁদপুর প্রতিনিধি : এদেশের শিক্ষার্থীদের হাত ধরেই সোনার বাংলা তৈরি হবে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।তিনি বৃহস্পতিবার চাঁদপুরে চাঁদপুরের কচুয়ায় আশেক আলী খান স্কুল এন্ড কলেজ পরিদর্শনকালে এই কথা বলেন ।

বাংলাদেশস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা আজ দুপুরে চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়ে পাঠদানের পদ্ধতি অবলোকন করেন। এরপর চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় সভায় মিলিত হন।
মজিনা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এদিকে দেখছি একজন ইঞ্জিনিয়ার, এই তো একজন ডাক্তার, একজন ব্যবসায়ী, একজন কৃষক, একজন গৃহিনী, একজন শ্রমিক। আর এদের হাত ধরে এ দেশ একদিন সোনার বাংলা হিসেবে তৈরি হবে।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মিসেস ড্যান মজিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি ড. শামসুল হক ভূইয়া এমপি, অতিরিক্ত জেলা প্রশাসন মো. নুরুল্লাহ নুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, শিক্ষার্থীদের পক্ষে জাহিন নাহিদা মাইশা।

(এমজি/এসসি/সেপ্টেম্বর২৫,২০১৪)


পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test