E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মা ইলিশ ধরতে অবৈধ ব্যবসায়ীদের প্রস্তুতি

২০১৪ সেপ্টেম্বর ২৬ ১৩:৩৫:৫৭
মা ইলিশ ধরতে অবৈধ ব্যবসায়ীদের প্রস্তুতি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:ইলিশের ভরা প্রজনন মৌসুমে ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিনের মা ইলিশ ধরার জন্য লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীর পাড়ে প্রস্তুতি নিয়েছে অবৈধ ব্যবসায়ীরা।

তারা মেঘনা নদীর ৮টি স্থানে ছোট ছোট ঘর নির্মাণ করেছে। এ সময় পুলিশ ও প্রশাসনের এক শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের টাকার বিনিময়ে ম্যানেজ করে মা ইলিশ সংরক্ষণ করবেন করে বলে জানা গেছে।
৮টি স্থান হল- মেঘনা পাড়ের খাসেরহাটের স্লুইচগেইট সংলগ্ন, গুইলগুইল হাট, হায়দরগঞ্জ বেড়ির মাথা, পানির ঘাট, সাইজুদ্দিন মোল্লার ঘাট, উত্তর চরবংশী ইউনিয়নের গাজীর মাছঘাটসহ ৮টি ঘাটে।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ৫ হতে ১৫ অক্টোবর পুর্ণিমায় ভরা প্রজণন মৌসুমে ইলিশ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, বিক্রয় ও মজুদ সরকারি নির্দেশে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ আইন অমান্যকারীদের ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত করা হবে। বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, এ ১১ দিন সর্বোচ্ছ ডিম ছাড়ার মৌসুমে সারাদেশের মতো রায়পুর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সকল বাস্তবায়নের মাধ্যমে জাতীয় সম্পদ ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সকলের সহযোগিতা চেয়েছেন। তা না হলে আইন অমান্যকারীদের কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত বছরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ রক্ষার পরিবর্তে তা আটক না করে প্রশাসনকে টাকার বিনিময়ে ম্যানেজ করে মা ইলিশ নিধন, আহরণ, পরিবহণ, বাজার জাতকরণ, বিক্রয় ও মজুদ করে লাখ লাখ টাকা আয় করেছে অসাধু ব্যবসায়ীরা।
(এমআরএস/এসসি/সেপ্টেম্বর২৬,২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test