E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে হেরোইন রাখার অপরাধে শফিকুলের যাবজ্জীবন 

২০২২ মার্চ ২৯ ১৬:৫৮:৫৬
সিরাজগঞ্জে হেরোইন রাখার অপরাধে শফিকুলের যাবজ্জীবন 

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে হেরোইন রাখার অপরাধে শফিকুল ইসলাম মুন্টু (৪৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম মন্টু সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের মৃত খোদা বক্সর ছেলে।
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ মার্চ সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়ায় শফিকুল ইসলাম মুন্টুর বাড়িতে হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেরে শফিকুল পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করে র‌্যাব সদস্যরা । এসময় তার শরীর তল্লাসি চালিয়ে ৩৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যারে উপ-পরিদর্শক দিপক চন্দ্র নাথ বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। মামলায় ১১ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।

(আই/এসপি/মার্চ ২৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test