E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দে কাপড় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

২০২২ মার্চ ২৯ ১৭:৫৮:৩৫
গোয়ালন্দে কাপড় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

এম এ হীরা, গোয়ালন্দ : গোয়ালন্দ বাজারের বিশিষ্ট পাইকারি কাপড় ব্যবসায়ী আবুল কালাম আজাদকে অপহরণ করার চেষ্টা ও  প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় যুবক জাওয়াত হোসেনের জয়ের বিরুদ্ধে।

জানা যায় গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড এলাকার জুড়ান মোল্লার পাড়া নামক গ্রামের মৃত ইদ্রিস আলী শেখের বড় পুত্র বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদ (৩৩) কে অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকিতে ২৯ শে মার্চ মঙ্গলবার গোয়ালন্দ ঘাট থানায় জিডি করা হয়েছে।

আবুল কালাম আজাদ জিডি কপিতে উল্লেখ করেন, গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাইমুদ্দিন প্রামানিক পাড়ার আনোয়ার হোসেন বাবলুর ছেলে মোঃ জাওয়াদ ওরফে জয় নামে এক যুবকের সাথে পূর্ব থেকে তার বিরোধ চলে আসছে। আজাদ আরও উল্লেখ করেন পূর্বের বিরোধের ভিত্তিতে গত ১৯ মার্চ ২০২২ শনিবার রাত আনুমানিক ১১ টার সময় ব্যবসায়ী কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আমাকে অপহরণ করার উদ্দেশ্যে আমার গতিরোধ করে এই জয়।ও আমাকে মারপিট করতে পূর্বেই প্রস্তুত হয়। এমনতো অবস্থায় আমি তাদেরকে চিনতে পেরে চিৎকার করে তাৎক্ষণিকভাবে প্রাণ নিয়ে দৌড়ে বাজার অভিমুখে চলে যাই। এর পরেও সে আমাকে পরবর্তীতে দেখে নেবে বলে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমত অবস্থায় আমি আইনের সহযোগিতা কামনা করছি।

গোয়ালন্দ ঘাট থানার এসআই ইমাম জানান, ঘটনাটি তদন্ত করে দোষীকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

(এমএএইচ/এএস/মার্চ ২৯, ২০২২)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test