E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘উল্লাপাড়ার সলপে ত্রাণ দেয়ার কথা বলে ডেকে এনে ঝাড়ু মিছিল করানো হয় নারীদের দিয়ে’

২০২২ মার্চ ৩০ ১৯:১১:০২
‘উল্লাপাড়ার সলপে ত্রাণ দেয়ার কথা বলে ডেকে এনে ঝাড়ু মিছিল করানো হয় নারীদের দিয়ে’

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রভাবশালিদের ইন্ধনে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়িয়ে নারীদের ভুল বুঝিয়ে অর্থের বিনিময়ে বিক্ষোভ করানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন সলপ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত ওসমান। 

উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির অন্যতম সদস্য ও ইউপি চেয়ারম্যান শওকত ওসমান আরও বলেন, স্থানীয় সাংসদ তানভীর ইমামের নাম ব্যাবহার করে উল্লাপাড়া উপজেলার প্রভাবশালি একটি অংশ নির্দেশ দিয়ে ষড়যন্ত্র মুলক ভাবে আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিলের নাটক মঞ্চায়ন করেছে। দরিদ্র নারীদের ত্রান দেয়া হবে বলে একত্রিত করে তাদের হাতে ব্যানার ধরিয়ে দিয়ে মিছিলে অংশ নিতে বলা হয়েছে, তারা বুঝতেও পারেনি কিসের জন্য তারা মিছিল করছে।

বুধবার সকালে উপজেলার সলপ ইউনিয়নের সোনতলায় ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত ওসমান ও তার বিরুদ্ধে গত সোমবার অনুষ্ঠিত হওয়া বিক্ষোভ মিছিলে অংশ নেয়া সলপ ইউনিয়নের চরপাড়া গ্রামের গৃহিনী খোদেজা খাতুন, কানসোনার রহিমা খাতুন, কাশিনাথপুরের মিলন খাতুন বক্তব্য রাখেন। এসময় ঐ ঝাড়ু মিছিলে অংশ নেয়া অন্য নারীরাও উপস্থিত ছিল।

সাংবাদিক সম্মেলনে খোদেজা খাতুন, রহিমা খাতুন ও মিলন খাতুনসহ অন্যান্য নারীরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, স্থানীয় সাংসদ তানভীর ইমাম রমজান উপলক্ষে খাদ্য ও অর্থ সহায়তা দেবে বলে গত সোমবার সকালে সলপ হাই স্কুল মাঠে আমরাসহ এলাকার অন্যান্য অভাবী নারীদের ডেকে আনেন সলপ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুমাইয়া খাতুন ও আওয়ামীলীগ থেকে বহিঃস্কৃত হেলাল উদ্দিন আকন্দ। নারীরা নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার পর ত্রান বিতরনের আগে ব্যানার হাতে মিছিল করতে বলা হয়, কৌশলে বেশ কয়েকজনের হাতে ঝাড়ু ও তুলে দেয়া হয়। এসময় তাদের বেশকছিু ছবি উঠানো হয়, করা হয় ভিডিও। কিন্তু মিছিল শেষে পরে ত্রান দেয়া হবে জানিয়ে সবার হাতে টাকা দিয়ে বিদায় দেন সুমাইয়া খাতুন ও হেলাল আকন্দ।

সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান শওকত ওসমান বলেন, স্থানীয় সাংসদ তানভীর ইমাম উল্লাপাড়ার আওয়ামীলীগের নিবেদিতদের নানা ভাবে হেয় করছে। আমরা তার প্রভাবে অসহায় হয়ে পড়েছি। আমি কোন রকম অনিয়মের সাথে জড়িত না থাকলেও তিনি আক্রোশ মুলক ভাবে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে সরল নারীদের দিয়ে ঝাড়ু মিছিল করিয়েছে, আমি এ ঘটনার তিব্র প্রতিবাদ জানাই। এ বিষয়ে সাংসদ তানভীর ইমামের বক্তব্য জানতে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

(আই/এসপি/মার্চ ৩০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test