E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালের ৫৬০টি মন্দির সেজেছে অপরূপ সাজে

২০১৪ সেপ্টেম্বর ২৬ ১৭:২৮:২২
বরিশালের ৫৬০টি মন্দির সেজেছে অপরূপ সাজে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল নগরীসহ জেলার ৫শ ৬০টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ব্যপক প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষের পথে। প্রতিমা শিল্পীদের হাতের নিপুণ কারুকাজে ফুটে উঠেছে প্রত্যেকটি প্রতিমার বৈচিত্রময় নানা রূপ। শিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিয়ে মন্দিরগুলো সেজেছে অপরূপ সাজে। নগরীর পাষানময়ী মন্দিরে এবছর পুকুরের মাঝে দুর্গা পূজার মন্ডপ নির্মান করা হয়েছে। চলছে সাজ-সজ্জা ও বৈচিত্রময় আলোক সজ্জার কাজ।

জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র দে জানান, বরিশাল বিভাগে সবচেয়ে বেশি পূজা মন্ডপ আগৈলঝাড়া উপজেলায়। ওই উপজেলায় গতবারের ন্যায় এবারও ১৪১টি, বরিশাল নগরীতে ৪৩টি, উজিরপুরে ১০৫টি, গৌরনদীতে ৭৬টি, বাকেরগঞ্জে ৬৫টি, বানারীপাড়ায় ৪৯টি, মেহেন্দিগঞ্জে ২১টি, সদর উপজেলায় ২০টি, মুলাদীতে ২১টি ও বাবুগঞ্জ উপজেলায় ১৯টি দুর্গা পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, জেলার সকল থানাগুলোতে নিরাপত্তা জোরদার, পূজার সময় শান্তি শৃংখলা বজায় রাখার পাশাপাশি যেকোন ধরনের নাশকতা প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি তিন স্তুরের নিরাপত্তা বলয় গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অপরদিকে জেলা ও মহানগর থেকে শুরু করে উপজেলা প্রশাসনের সাথে সার্বজনীন পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন জেলা আ’লীগের সভাপতি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি। তিনি সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন।

বরিশাল উত্তর জনপদের মনোমুগ্ধকর গৌরনদীর মাহিলাড়া বন্দর সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন সিকদার জানান, ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত সার্বজনীন মন্দিরটি নিজস্ব অর্থায়নে ২০১৩ সালে পূর্ণনির্মানের কাজ শুরু করা হয়। অর্থাভাবে এখনও তারা পুরো কাজ সম্পন্ন করতে পারেননি। তিনি আরো জানান, এবার ৩০ হাজার টাকা চুক্তির মাধ্যমে তাদের মন্দিরের প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে। প্রতিমা তৈরীর শিল্পী হরবিলাস চন্দ্র পাল (৪৮) জানান, এবার তিনি ১০টি দুর্গা প্রতিমা তৈরির কাজ করেছেন। প্রতিটি কাজই প্রায় শেষের পথে। ১৬৪ বছরের পুরনো ও তৎকালীন ভারতীয় উপ-মহাদেশের মধ্যে সর্ববৃহৎ দূর্গা মন্দির গৌরনদী পৌর সদরের আশোকাঠী মহল¬¬ার প্রয়াত জমিদার মোহন লাল সাহার বাড়ির দূর্গা মন্দিরের প্রতিমা তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

(টিবিিএটিআর/সেপ্টেম্বর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test