E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রাইভেট না পড়ায় ছাত্রীকে পিটিয়ে হাত ভেঙে দিলেন শিক্ষক!

২০২২ এপ্রিল ০৩ ১৫:৩০:৩৭
প্রাইভেট না পড়ায় ছাত্রীকে পিটিয়ে হাত ভেঙে দিলেন শিক্ষক!

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় অফিস রুমে ডেকে নিয়ে এক স্কুলছাত্রীকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার দুপুরে তাড়াশ সদরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটলে রোববার সকালে স্কুলছাত্রীর বাবা মো: মজিবর রহমান প্রধান শিক্ষক আলী হাসান বিএসসি’র বিচার দাবি করে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত শিক্ষার্থী মোছা: মাহিয়া খাতুন তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও পৌর এলাকার মো: মজিবর রহমানের মেয়ে।

স্কুলছাত্রীর বাবা মজিবর রহমানের অভিযোগ, জেলার তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মোছা: মাহিয়া রহমান শনিবার দুপুরে টিফিনের পর বান্ধবীদের সঙ্গে গল্প করছিল। এ সময় প্রধান শিক্ষক মো: আলী হাসান তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন। এসময় স্কুলছাত্রীর হাত ভেঙ্গে যায়। পরে আহতবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক এক্সরে করার পর বাম হাতের কব্জি উপরের হাড় ভেঙ্গে গিয়েছে বলে জানান।

এ বিষয়ে তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী হাসান (বিএসসি) বলেন, শনিবার টিফিনের পর স্কুলছাত্রী মাহিয়া মোবাইল ফোনে কথা বলছে। এমন অভিযোগের ভিত্তিতে তাকে ডেকে এনে মোবাইল ফোন জব্দ করি। পরে সে ফেরার পথে আমাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় অন্য ছাত্রীদের মুখে শুনে তাকে অফিস ডেকে এনে বেত্রাঘাত করেছি। এতে হাত ভাঙ্গার মত কিছু ঘটেনি।

তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো: মেজবাউল করিম জানান, স্কুলছাত্রী মাহিয়ার বাবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

(আই/এসপি/এপ্রিল ০৩, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test