E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌরাটে অন্যের জমি ক্ষতি করে চলছে পুকুর খনন

২০২২ এপ্রিল ০৪ ১৪:০০:৩১
মৌরাটে অন্যের জমি ক্ষতি করে চলছে পুকুর খনন

এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলা মৌরাট ইউনিয়নের চর পাড়া গ্রামের মৃত সমসের মৃধার দুই ছেলে লোকমান ও ফিরোজ ক্ষমতার দাপট দেখিয়ে অন্যের জমির পাশে এক্সেবেটর মেশিন দিয়ে ফসলের জমিতে পুকুর খনন করছে।

সরেজমিনে সোমবার (৪ এপ্রিল) সকালে গিয়ে দেখা যায় ইউনিয়নের চর পাড়া এলাকার মওলানা সিরাজুল ইসলামের জমির সীমানা ঘেসে ৮ ফুট গভীর করে মাটি কেটে দুইটি মাটি বাহী ট্রাকের মাধ্যমে মাটি অন্যত্র নেওয়া হচ্ছে।

ক্ষতিগ্রস্ত মওলানা সিরাজুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের জমিজমা নিয়ে শরিকের মধ্যে ঝামেলা থাকায় লোকমান ও ফিরোজ দীর্ঘদিন ধরে আমাদের জমি বুঝিয়ে দেয় না। কিছু দিন আগে আমি ইউনিয়ন পরিষদের জমি মাপামাপির জন্য আবেদন করলে ইউনিয়ন পরিষদের আমিন এসে মাপামাপি করে। তবে ইউনিয়ন থেকে তাদের থাকার জন্য নোটিশ করলে তারা সেখানে সাক্ষর করলেও তারা মাপামাপির দিন থাকে না। তবে ইউনিয়ন পরিষদের আমিন ও গ্রাম পুলিশ থেকে মেপে আমাদের জমির সীমানা নির্ধারন করে দিয়ে যায়। হঠাৎ লোকমান ও ফিরোজ এক্সেবেটর মেশিন (ভেকু) এনে পুকুর খনন করতে শুরু করে। তারা নিজেদের মত করে আমার জমির সাথে পুকুর খনন করতে শুরু করেছে। তারা তাদের খনন কৃত পুকুরে কোন পার রাখে নাই।
মওলানা সিরাজুল ইসলাম এর ভাই মওলানা রিয়াজুল ইসলাম বলেন,আমি তাদের পার রেখে পুকুর খনন করতে বললে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়।

এ বিষয়ে লোকমান এর সাথে কথা বলতে চাইলেও সে কথা বলতে সম্মতি হয় নাই।

পাংশা উপজেলা সহকারী কমিশনার ভূমি নুজহাত তাসনীম আওন এর সাথে কথা হলে তিনি বলেন, পাশের জমি ক্ষতি করে নিজের জমি হলেও এভাবে পুকুর খনন করার নিয়ম নাই। আমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কে দিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

(একে/এএস/এপ্রিল ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test