E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ সদস্যদের জ্যাকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

২০২২ এপ্রিল ০৪ ১৭:৪২:১২
নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ সদস্যদের জ্যাকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : রমজান উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক কমিউনিটি পুলিশং এবং ট্রাফিক করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 

আজ সোমবার দুপুরে চাষাড়া মোড়ে নারায়ণগঞ্জে যানজট নিরসনে কর্মরত ট্রাফিক কমিউনিটি পুলিশ সদস্যদের জ্যাকেট বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেছেন, নগরীতে অবৈধ স্টান্ডগুলো উচ্ছেদ করা হবে। এরপরও কোথাও অবৈধ স্টান্ড থাকলে আমাদের জানাবেন। নগরীর যত্রতত্র গাড়ি পার্কিং প্রসঙ্গে তিনি বলেন, নগরীতে যানজট বাড়ায় এমন করে যত্রতত্র গাড়ি পার্কিং করতে দেয়া হবে না। এজন্য নগরবাসীর কাছে অনুরোধ আপনি আপনার নাগরিক দায়িত্বটুকু পালন করবেন। নগরীর যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। যাতে মানুষ বাড়ি থেকে বের হয়ে সঠিক সময়ে তাদের গন্তব্যে পৌছাতে পারে। নারায়ণগঞ্জবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, রমজানে আর যানজট হবে না। তিনি আরও বলেন, অবৈধ ব্যাটারিচালিত ইজি বাইক ও ফিটনেস বিহীন গাড়ি গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপরাশেন) আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) ট্রাফিক বিভাগ মোঃ আব্দুর করিম শেখ, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান।

(এস/এসপি/এপ্রিল ০৪, ২০২২)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test