E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শালবন বিহারে মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সেপ্টেম্বর ২৬ ২৩:০৩:৪৭
শালবন বিহারে মার্কিন রাষ্ট্রদূত

কুমিল্লা প্রতিনিধি : মার্কিন রাষ্ট্রদূত মি: ড্যান মজিনা শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার ঐতিহ্যবাহী কোটবাড়ি শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করেছেন।

তিনি দুই দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লায় আসেন। প্রথমে তিনি কুমিল্লা কোটবাড়ি শালবন বিহার ও জাদুঘর পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ড্যান মজিনার পত্নী মিসেস গ্র্যাস মজিনা, ইউএসএআইডির বাংলাদেশ মিশন প্রধান ইয়ানিনা জেরুজালেস্কি ও অন্যান্য অতিথিবৃন্দ।

শালবন বিহার পরিদর্শন শেষে কুমিল্লা সার্কিট হাউসে আসলে জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল এবং পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কিছুক্ষণ কথা বলেন। সার্কিট হাউস থেকে রাতের খাবার শেষে কুমিল্লা কোটবাড়ি বার্ডে রাতযাপন করবেন। আজ বেলা পৌনে ১২টায় ড্যান মজিনা কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। পরে মার্কিন রাষ্ট্রদূত মি: ড্যান মজিনা ১২টা ৪৫ মিনিটে মহানগরীর বিষ্ণুপুরে আমেরিকান চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আফতাবুল ইসলাম মঞ্জুর বাস ভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন।

(এইচকেজে/এসসি/সেপ্টেম্বর২৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test