E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে কৃষকের দুই বিঘা জমির ভুট্টা চুরি

২০২২ এপ্রিল ০৫ ১৭:৪৬:৩০
ঝিনাইদহে কৃষকের দুই বিঘা জমির ভুট্টা চুরি

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পান্তাপাড়া গ্রামের মাঠ থেকে কৃষকের প্রায় ২ বিঘা জমির ভুট্টা চুরি করে নিয়ে গেছে চোরচক্র। সোমবার (৪ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে শ্রমিকদের সাথে ভুট্টা কাটতে গিয়ে এ অবস্থা দেখতে পান ওই কৃষক।

ক্ষতিগ্রস্থ কৃষক ওই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ফজলু হক। কৃষক ফজলু হক জানান, পান্তাপাড়া গ্রামের মাঠে আড়াই বিঘা জমি লীজ নিয়ে ভুট্টা আবাদ করেছেন তিনি। সোমবার রাতে কে বা কাহারা তার আড়াই বিঘা জমির মধ্যে ২ বিঘা জমির ভুট্টা কেটে নিয়ে যায়। যা আনুমানিক ১শত মন ভুট্টা। টাকার প্ররিমাণে প্রায় ১লক্ষ টাকার ভুট্টা চুরি হয়ে গেছে। সেই সাথে জমিতে থাকা ভুট্টা নষ্ট করে দিয়ে গেছে। সকালে শ্রমিকদের সাথে জমিতে ভুট্টা কাটতে এসে এ অবস্থায় দেখতে পায় তিনি। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের শাস্তির দাবি জানিয়েছেন।

সাধুহাটি ইউনিয়নের চেয়াম্যান কাজী নাজির উদ্দীন জানান, তিনি সরোজমিনে পান্তাপাড়া মাঠে গিয়েছিলেন। সেখানে কৃষক ফজলু হকের প্রায় দুই বিঘা জমির প্রায় ১শত মন ভুট্টা চুরি হয়ে গেছে। এলাকায় ছোটখাট চুরি হলেও এধরনের চুরি আগে কখনো দেখেননি তিনি। একজন কৃষকের এ ধরনের ক্ষতি হলে তার আর ঘুরে দাড়ানোর কোন উপায় থাকে না। তার ফসল চুরিতে সে খুবই ক্ষতিগ্রহ হয়েছে। কৃষি অফিস থেকে তাকে কোন সহযোগীতা করা যায় কিনা সেব্যাপারে কৃষি অফিসে কথা বলবেন তিনি। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে চোরচক্রদের সনাক্ত করে দৃষ্টান্ত শাস্তির দাবিও জানান তিনি।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ভুট্টা চুরির বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(একে/এসপি/এপ্রিল ০৫, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test