E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্ধ হলো বাল্য বিয়ে

২০১৪ সেপ্টেম্বর ২৭ ১০:৪৫:২৩
বন্ধ হলো বাল্য বিয়ে

মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌরসভার নান্দুয়ালী এলাকায় সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন্ধ হলো রিয়ার (১৫) বাল্য বিয়ে। প্রেমিকের সাথে মোবাইলে কথা বলতে বাধা না দেয়ার শর্তে বিয়ে বন্ধে রাজী হয় কনে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার রাত ১০টার দিকে তিনি শহরের নান্দুয়ালী এলাকায় ওই বাল্য বিয়ের খবর পান। এ সময় নান্দুয়ালী তিনি গোলাম মোস্তফার বাড়িতে উপস্থিত হয়ে দেখেন পার্শ্ববর্তী গোলাম রসুলের কিশোরী মেয়ে রিয়া (১৫) বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান করছে। রিয়া ওই গ্রামের এএন সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। তার সাথে মোস্তফার বিদেশ ফেরত ছেলে ইমরানের (২১) প্রেমের সম্পর্ক রয়েছে বলে রিয়া উল্লেখ করে। তার ফোন পেয়ে ইমরান সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে চলে এসেছে বলে সে স্বীকার করেছে।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে পৌর চেয়ারম্যান ইকবাল আকতার খান কাফুর, স্থানীয় মহিলা পৌর কাউন্সিলর সাবানা বেগমসহ স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হন। প্রশাসনের পক্ষ থেকে রিয়ার ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না করার জন্য বোঝানো হয়।

এক পর্যায়ে সে বিয়ে না করতে রাজী হলেও ইমরানের সাথে তাকে নিয়মিত মোবাইলে কথা বলতে দেয়ার দাবি জানায়।

(ডিসি/এনডি/সেপ্টেম্বর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test