E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

উন্নয়নের ছোঁয়া লাগেনি দেবীগঞ্জের যে গ্রামে

২০২২ এপ্রিল ০৬ ১৭:৪৫:৫৫
উন্নয়নের ছোঁয়া লাগেনি দেবীগঞ্জের যে গ্রামে

বিশেষ প্রতিনিধি, পঞ্চগড় : দেশের উত্তর সীমান্ত জেলা পঞ্চগড়। ৫টি উপজেলা নিয়ে গঠিত এই জেলার সবুজ শ্যামলে ঘেরা কৃষি নির্ভর উপজেলাটি দেবীগঞ্জ। উপজেলার চিলাহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড গ্রামের নাম চরতিস্তাপাড়া ও চরতিস্তাভাঙ্গীর ডাঙ্গা। যে গ্রামে প্রায় পাঁচ শতাধিক মানুষের বসবাস। গ্রামটিতে রয়েছে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় তার ১টি চরতিস্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যটি চরতিস্তাভাঙ্গীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গ্রামটির অবস্থান পঞ্চগড় জেলা সদর থেকে ৩৬ কি.মি. পূর্ব দক্ষিণে এবং দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ১৩ কি.মি. উত্তরে। এই গ্রামে যেতে হলে তিন পুল বাজার থেকে বাঁশের নড়েবড়ে সাঁকো পাড় হয়ে যেতে হয় উন্নয়ন অবহেলিত গ্রামটিতে। সম্প্রতি গ্রামটি পরিদর্শনকালে গ্রামের দুরবস্থা নজরে এসেছে। অভাব অনটনকে সাথি করে এই গ্রামে যারা বসবাস করছেন তাদের অধিকাংশই দিনমজুর, ভ্যানচালক, অটোচালক কিছুসংখ্যক কৃষি কাজে সম্পৃক্ত।

বুড়িতিস্তা নদীর উপকূলীয় চরতিস্তা গ্রামের সাথে কর্ম, ধর্ম, শ্রম প্রশাসনিক সকল প্রকার যোগাযোগের সম্পৃক্ত তিস্তাপাড়া, মহৎপাড়া, ভাউলাগঞ্জ, ভুজারিপাড়া ও লালবাজারের কয়েক হাজার জনমানুষ। দুঃখজনক হলেও সত্য এই বুড়িতিস্তার উপর তিন পুল বাজার হতে, চরতিস্তাপাড়ায় কোন ব্রীজ না থাকায় এই এলাকায় জনমানুষ সকল প্রকার উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত হচ্ছে। শত সহস্র মানুষের পারাপারের বাঁশের সাকোটিও নড়েবড়ে। শুধু তাই নয় ওই গ্রামের চরতিস্তাভাঙ্গীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভৌত অবকাঠামো মান্ধাতা আমলের। টিনসেড ঘরে শিক্ষাদান করছেন শিক্ষকরা। খেলার মাঠে নেই বাউন্ডারি, দিনমান গরু ছাগল চরানো হচ্ছে এই মাঠে।

পরিদর্শনকালে গ্রামের দিনমজুর ইব্রাহিম হোসেন (৬০) এর সাথে কথা হলে তিনি জানান ‘বুড়িতিস্তার ওপারে তিন পুল বাজার, এপারে চিলাহাটি ৯নং ওয়ার্ডের সাথে যোগাযোগের জন্য বুড়িতিস্তার উপর একটি ব্রীজ হওয়া খুবই দরকার। সরকার এত উন্নয়ন করছেন এটা কেন হচ্ছে না? জরাজীর্ণ চর তিস্তাভাঙ্গীরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাহিদ হাসান জীবনের সাথে কথা হলে সে বলে আমাদের স্কুলটির ঘর পাকা না। পাশের স্কুলটা পাকা, আমাদেরটা হয় না কেন ? স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহিনুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন এ বছর এই স্কুলটি বিল্ডিং হওয়ার কথা ছিল। উপজেলা প্রকৌশল অফিস থেকে ভুল তথ্য দেওয়ায় প্রকল্পটি বাতিল হয়ে গেছে। আগামী বছর হবে বলে প্রকৌশলী জানিয়েছেন।

স্কুল প্রতিষ্ঠাতা ও আওয়ামী কৃষক লীগের চিলাহাটি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দিলবাহার আলী বলেন ‘বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করছেন, এ এলাকার উন্নয়নে সরকার দ্রুত তিনপুল বাজার, চরতিস্তা গ্রামের যোগাযোগ উন্নয়নে বুড়িতিস্তা নদীর উপর ব্রীজ করবেন এটা আমাদের বিশ্বাস’।

শিশু শিক্ষার উন্নয়নে চরতিস্তাভাঙ্গীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নে সরকারের সুদৃষ্টি কামনা করছি।

(এআর/এসপি/এপ্রিল ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test