E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উৎসব উপলক্ষে পূণ্য স্নান ও ধর্মীয় আলোচনা সভা

২০২২ এপ্রিল ০৮ ১৭:৫৯:৪২
লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উৎসব উপলক্ষে পূণ্য স্নান ও ধর্মীয় আলোচনা সভা

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : আজ থেকে শুরু হয়েছে লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসব। জাতীয় মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসব উপলক্ষে পূণ্য স্নান, ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্নান উৎসব উদযাপন পরিষদ। আজ শুক্রবার দুপুরে ১নং নাসিম ওসমান ঘাটে এ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি জাতীয় মহাতীর্ষ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ বাবু সরোজ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৫ এ.কে. এম সেলিম ওসমান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোঃ মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার নারায়ণগঞ্জ মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), সভাপতি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি খালেদ হায়দার খান কাজল।

এছাড়া উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানি, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, বন্দর উপজেলা নিবাহী অফিসার বি. এম. কুদরত-এ-খুদা, এফবিসিসিআই সভাপতি প্রবির কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা শিখন সরকার শিপন, ইয়াং ম্যাচের্ন্ড সভাপতি লিটন সাহা, স্নান উৎসব উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা, যুব সংগহতি আহবায়ক রিপন ভাওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ নারায়ণগঞ্জ জেলা কৃষ্ণ আচার্য্য প্রমুখ।

লাঙ্গলবন্দ অষ্টমী স্নান শুক্রবার রাত ০৯ঃ১১ মিনিট হতে শনিবার রাত ১১ঃ৩০ টে সমাপ্ত করা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের আগমনে মহা উৎসবে রুপ নিয়েছে এই স্নান উৎসব।

(ওএস/এসপি/এপ্রিল ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test