E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরীক্ষার হলে ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভ!

২০২২ এপ্রিল ০৯ ১৭:৫৩:৫৩
পরীক্ষার হলে ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভ!

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : 'আমাদের পরীক্ষা চলছে, সবাই লিখছে, আমি বসে আছি। সবাই লিখছে বাংলায়, আমিতো বাংলায় লিখি না, ইংলিশে লিখি। অনেক দিনের ইচ্ছে ছিল পরীক্ষার হলরুমে ফেসবুক লাইভ দেব। আমার নেতার নাম দিয়ে দিছি। সেই ইচ্ছা আজ পূরণ হলো। ম্যাডামও দেখি আমার ভিডিও করছেন। আমরা ছাত্রলীগ, যেখানে যাবো সেখানেই বুলেট’, কথাগুলো বলছিলেন পরীক্ষা দিতে আসা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন।

পরীক্ষার হল থেকে ফেসবুক লাইভ দেওয়া ও হাসাহাসি করার ঘটনায় সমালোচনার মধ্যে পড়েছেন তিনি। তবে লাইভ দেওয়ার কিছুক্ষণ পরই ভিডিওটি তিনি ডিলিট করে দিয়েছেন।

গতকাল শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঝিনাইদহে পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে ৬ মাস মেয়াদি কোর্সের পরীক্ষা দেওয়ার সময় ৯ মিনিট ৩৯ সেকেন্ডের একটি লাইভ করেন তিনি। এরপর ফেসবুকে লাইভটি মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

ফেসবুক লাইভে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন বলেন, আমাদের পরীক্ষা চলছে। সবাই লিখছে আমি বসে আছি। সবাই লিখছে বাংলায়। আমিতো বাংলায় লিখি না, ইংলিশে লিখি। অনেক দিনের ইচ্ছে ছিল পরীক্ষার হলরুমে ফেসবুক লাইভ দেবো। সেই ইচ্ছা আজ পূরণ হলো। ম্যাডামও দেখি আমার ভিডিও করছেন। আমরা ছাত্রলীগ, যেখানে যাবো সেখানেই বুলেট।

তিনি বলেন, আমার খাতা দেখবেন ইংরেজিতে মাস্টার্স করা কেউ। স্যাররা ঘুমাচ্ছেন। আমি ইংরেজিতে লিখেছি, সালামও লিখেছি। পাশের শিক্ষার্থীকে বলেন, দেখি তুই কী লিখেছিস। তখন ভিডিওতে দেখা যায়, তিনি বলতে থাকেন- না লিখে আমরা এ+ পেতে চাই। ওই পাশে একটা খালা পরীক্ষা দিচ্ছেন।

ছাত্রলীগ নেতা লাইভে আরও বলেন, পরীক্ষার খাতায় বায়োডাটায় লিখে দিয়েছি ও গ্রুপের জায়গা লিখে দিয়েছি, এমপি আনার গ্রুপ করি। স্যাররা এ প্লাস না দিলে বোর্ড-মোড ভেঙে ফেলবানে। জয়ও তাই লিখেছে। আমার লাইভটি কালীগঞ্জ ভাইস চেয়ারম্যান দেখছেন। কাকা আমরা সত্যি সত্যি পরীক্ষা দিচ্ছি। এরপর ফোনের ক্যামেরা খাতার দিকে ঘুরিয়ে বলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। কি সুন্দর হলে পরীক্ষা দিচ্ছি। তোরাতো জীবনে পরীক্ষা দিতে পারবি না, রোজা থেকে পরীক্ষা দিচ্ছি। গোল্ডেন পাবো, এ দেখ সালামও আছে। পরীক্ষার হলে লাইভে আছি। আমার প্রাণের সংগঠন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এ প্লাসতো পাবোই। ম্যাডামরা সবই বলে দিচ্ছেন।

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম জানান, পরীক্ষার হলে ফেসবুকে লাইভ করা ঠিক না। তবে সাধারণ সম্পাদক লাইভে এসে কী বলেছেন সেটি এখনও আমি জানি না। বিষয়টি প্রমাণিত হলে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ মাহবুব উল ইসলাম জানান, পরীক্ষা তো পরীক্ষাই। সেখানে ছাত্রলীগ নেতা হোক আর সাধারণ শিক্ষার্থীই হোক কারো ফেসবুক লাইভের সুযোগ নেই। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(একে/এসপি/এপ্রিল ০৯, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test