E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে শান্তি বিরাজ করছে : মান্নান

২০১৪ সেপ্টেম্বর ২৭ ১৬:২৪:৫৭
দেশে শান্তি বিরাজ করছে : মান্নান

সুনামগঞ্জ প্রতিনিধি : ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশে শান্তি বিরাজ করছে। একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করলেও সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ নিরোধ চতুর্মুখী অভিযান উদ্বোধনের আগে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মান্নান বলেন, দেশের সবার নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী ফলমূল ও খাদ্যদ্রব্যে ফরমালিন ও বিভিন্ন নাম সংবলিত বিষাক্ত রাসায়নিক এবং ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে চতুর্মুখী কঠোর আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রইছ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নূরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলুসহ আরো অনেকে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test