E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় প্রকল্প প্রনয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা

২০২২ এপ্রিল ১২ ১৮:১৫:৩২
কলাপাড়ায় প্রকল্প প্রনয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় প্রকল্পের নকশা প্রনয়ন বিষয়ক দুইদিন ব্যাপী কর্মশালা মঙ্গলবার দুপুরে শেষ হুযেছে।

ওয়ার্ল্ড কনসার্ণ বাংলাদেশের উদ্যোগে টিয়ার ফান্ডের সহযোগীতায় পৌর শহরের শেখ কামাল অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংস্থার হেড অব অপারেশন মার্টিন সৈকত বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে করনীয় বিষয়ে আলোচনা করেন, ওয়ার্ল্ড কনসার্ণের প্রোগ্রাম অফিসার, বিশ্বনাথ রায়, প্রোগ্রাম ম্যানেজার সিলভেষ্টার মাইকেল মধু, দাতা সংস্থ্ টিয়ার ফান্ড'র ম্যানেজার ডেভিট বাদল গমেজ, কো- অর্ডিনেটর সানি ডি কস্তা, প্রোগ্রাম অফিসার শুভ্র রিডো, ওয়ার্ল্ড কনসার্ণের কলাপাড়া উপজেলা সমন্বয়কারী রাজিব বিশ্বাস, মনিটরিং কর্মকর্তা পায়েল দাস প্রমুখ।

সরকারি-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী পাঁচটি ইউনিয়নের স্টোক হোল্ডারদের নিয়ে প্রকল্পের পরিকল্পনা প্রনয়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত সোমবার এ কর্মশালা শুরু হয়।

(এমকে/এসপি/এপ্রিল ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test