E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চরজব্বার থানার আয়োজনে ইফতার ও আলোচনা সভা 

২০২২ এপ্রিল ১২ ১৮:৪৩:৪৪
চরজব্বার থানার আয়োজনে ইফতার ও আলোচনা সভা 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে মাদক, জঙ্গিবাদ নির্মূল ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা, ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করে চরজব্বার থানা পুলিশ।

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরজব্বার থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী (এমপি), বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম), সুবর্ণচর উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান।

এছাড়াও আরো ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন জিহান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আকরামুল হাসান, অতিরিক্ত পুলিশ সদর হেডকোয়াটার মোতামিম বিল্লাহ, চাটখিল-সোনাইমুড়ী সার্কেল এএসপি এএনএম সাইফুল ইসলাম খান, হাতিয়া সার্কেল এএসপি আমান উল্যাহ, সুধারাম মডেল থানার (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ছিলেন।

সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী, বিশেষ অতিথি মোঃ শহীদুল ইসলাম, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরজব্বার ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ওমর ফারুক, কমিউনিটি পুলিশিং এর পক্ষ থেকে চরবাটা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজীব, এবং চর জুবলী ইউপি চেয়ারম্যান সাইফুল্যা খসরু।

আলোচনা সভায় বক্তাগন বলেন, মাদক, জঙ্গিবাদ নির্মূলে ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতনতা ও আন্তরিকতার সহিত কাজ করার আশ্বাস দেন এবং তাদের প্রত্যেকে সু-চিন্তিত মতামত তুলে ধরেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক, রাজনৈতিক, বিভিন্ন ইউনয়েনের ইউপি চেয়ারম্যান ও সাধারণ জনপ্রতিনিধিগণ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/এপ্রিল ১২, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test