E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে মাদক রাখার দায়ে নারীর যাবজ্জীবন 

২০২২ এপ্রিল ১২ ১৮:৫৬:১৪
সিরাজগঞ্জে মাদক রাখার দায়ে নারীর যাবজ্জীবন 

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মাদক মামলায় রহিমা আক্তার ওরফে হারানী (৬২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। 

এছাড়াও ফেন্সিডিল রাখার দায়ে তিন বছরের কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে ৫ হাজার জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আজ মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে এ কারাদন্ড প্রদান করেন ।

দন্ডপ্রাপ্ত হারানী সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় মৃত আবুল কালাম আজাদ ওরফে বিশার স্ত্রী।

এই আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৬ আগস্ট দুপুরে মাহমুদপুর মহল্লায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৭ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা হয়। ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

(আই/এসপি/এপ্রিল ১২, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test