E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৯ নেতার মুক্তি 

২০২২ এপ্রিল ১২ ১৯:২২:৫৯
সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৯ নেতার মুক্তি 

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক বাচ্চুসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৯ শীর্ষ নেতা গত ১১ এপ্রিল সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে সন্ধ্যায় মুক্তি লাভ করেন। 

নাশকতা মামলায় মহামান্য হাইকোর্টের জামিন জেলা বিএনপি নেতৃবৃন্দ জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি মজিবর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, যুগ্মসম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মুন্সি জাহেদ আলম, লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরকার রফিকুল ইসলাম রফিক, জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, সহসভাপতি মেনহাজুল আবেদীন মেন্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বেলাল হোসেন, সদর উপজেলা যুব দলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন সানু জামিনে মুক্তি লাভ করেন।

সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে নেতৃবৃন্দ বের হলে জেলা বিএনপির সহসভাপতি গাজী আজিজুর রহমান দুলাল, যুগ্মসম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট এর নেতৃত্বে জেলা বিএনপি, বিভিন্ন ইউনিটের বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা কর্মী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা দিয়ে স্বাগত জানায়। পরে কারামুক্তিপ্রাপ্ত নেতৃবৃন্দ মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের এসএস রোড দিয়ে ইবি রোডের দলীয় কার্যালয়ে পৌঁছান। পরে জেলা নেতৃবৃন্দ সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করণ অথচ পুলিশ আমাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে জেলে পাঠাল। তিনি আরও বলেন, ভোটারবিহীন অবৈধ ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে সামনে যে আন্দোলন আসবে সেই আন্দোলন সিরাজগঞ্জ থেকেই বেগবান করা হবে ইনশাল্লাহ।

প্রসঙ্গত গত ১৩ মার্চ সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান। পরে ৩১ মার্চ বৃহস্পতিবার মহামান্য হাইকোর্টে জামিনের আবেদন করলে জামিন মঞ্জুর করেন।

(আই/এসপি/এপ্রিল ১২, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test