E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে প্রতিমা ভাংচুরের ঘটনায় মানববন্ধন

২০১৪ সেপ্টেম্বর ২৭ ১৭:৩২:০৫
কিশোরগঞ্জে প্রতিমা ভাংচুরের ঘটনায় মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলা শহরের পাঁচটি পূজামন্ডপে হামলা চালিয়ে দুর্গা প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ও অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে সচেতন কিশোরগঞ্জবাসীর ব্যানারে শনিবার শহরের স্টেশন রোড গৌরাঙ্গ বাজারে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জবাসীর মানববন্ধন ব্যানারে আয়োজনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায়ের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক মোঃ জিল্লুর রহমান, পি.পি. এডভোকেট শাহ্ আজিজুল হক, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট এম.এ আফজল, গণতন্ত্রী পার্টির সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাব সভাপতি এ.কে.নাছিম খান, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শরীফুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ন দত্ত প্রদীপ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের এডভোকেট ক্ষিতিশ দেবনাথ, কিশোরগঞ্জ উইমেন্স চেম্বার এন্ড কমার্স এর সভাপতি ফাতেমা জহুরা, মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জীবন দে, হাবিবুর রহমান মুক্তু, অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক মজলু মিয়া, জেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম বকুল, সাংবাদিক সাকাউদ্দিন আহমেদ রাজন, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হাশেম, মানবাধিকার পরিষদের এডভোকেট কামাল সিদ্দিকী, অসীম সরকার বাধন, শেখ সেলিম কবীর, লিপন রায় লিপু প্রমুখ।


কিশোরগঞ্জে প্রথমবারের মত এমন ঘটনায় বক্তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা বিশ্বাস করেনা তাদের দোসররা এ প্রতিমা ভাংচুর এর ঘটনা ঘটিয়েছে। তাই অবিলম্বে এ সকল দুবৃর্ত্তদের চিহ্নিত করে ‎আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা প্রয়োজন।


উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে কোন এক সময় কিশোরগঞ্জ শহরের নতুন পল্লী সংঘ, অনির্বান সংঘ, বকুলতলা সংঘ, হীরা লাল পাল ও গোপাল রায়ের বাড়িতে অবস্থিত মন্ডপে ৫টি প্রতিমা ভাংচুরের ঘটনা সংঘটিত হয়।

(পিকেএস/এএস/সেপ্টেম্বর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test