E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আড়াইহাজারে চাঁদা না দেওয়ায় কুপিয়ে জখম

মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

২০২২ এপ্রিল ১৪ ১৯:১৭:৪৬
মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদা দিতে অস্বীকার করায় কুপিয়ে ও পিটিয়ে দুই ব্যক্তিকে আহত করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার ৪ দিন অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে পুলিশ মামলা নিচ্ছে না।

উপজেলার রাধানগর গ্রামের মৃত আসাদের ছেলে আলাউদ্দিনের কাছে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত খেজমত আলীর ছেলে আবু হানিফ ওরফে হানিফা( ৩৫), কবির হোসেন (৩৫), শামীম (৩২) কামাল (২৮) ও এমরান (২২) দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল।

গত ১০ এপ্রিল সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ণ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় হানিফা, কবির হোসেন, শামীম, কামাল, এমরান সহ আরো ৪/৫ চাঁদাবাজ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আলাউদ্দিনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। আলাউদ্দিন চাঁদাবাজদের দাবিকৃত টাকা দিতে অস্বীকার তাকে রামদা দিয়ে কুপিয়ে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে এবং তার প্যান্টের পকেট থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় আলাউদ্দিনের চাচাত ভাই এনামূল হক মালম তাকে উদ্ধারে এগিয়ে আসলে তাঁকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা।

এ ব্যপারে আলাউদ্দিন বাদী হয়ে ওই দিনই আড়াইহাজার থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

চারদিন আগে অভিযোগ দায়ের করা হলেও অজ্ঞাত কারণে কারনে পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন না।

এদিকে থানায় অভিযোগ দায়ের করার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন হামলার শিকার আলাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী আলাউদ্দিন বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় চারদিন আগে চাঁদাবাজরা আমাকে কুপিয়ে জখম করে মারাত্মকভাবে আহত হয়েছে। ঘটনার দিন চাঁদাবাজ হামলাকারীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের চার দিন অতিবাহিত হলেও পুলিশ সঠিক তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করছেন না।

এদিকে অভিযোগ দায়ের করার পর থেকে বিবাদীরা বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছে। বর্তমানে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযোগ দায়েরের পর হুমকি প্রদানের বিষয়টি পুলিশকে জানিয়েছি কিন্তু পুলিশ তা আমলে নিচ্ছে না।

এ ব্যপারে কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রশিদুল বারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, থানা থেকে এবিষয়ে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ হাতে পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(এমও/এসপি/এপ্রিল ১৪, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test