E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টোল আদায় নিয়ে সংঘর্ষ, কোটচাঁদপুরে দু’জনকে কুপিয়ে হত্যা

২০২২ এপ্রিল ১৫ ১৪:০০:২৭
টোল আদায় নিয়ে সংঘর্ষ, কোটচাঁদপুরে দু’জনকে কুপিয়ে হত্যা

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চৌগাছা বাসস্ট্যাণ্ডে বসা নতুন হাটের টোল আদায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আক্তার হোসেন ও জীবন মিয়া নামে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী ও কোটচাঁদপুর পৌর মেয়র শহিদুজ্জামান সেলিম গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহতরা মেয়রের কর্মী।
সংঘর্ষে সোহাগ ও সাব্বির নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

নিহত জীবন কোটচাঁদপুর শহরের তালমিল পাড়ার বাসিন্দা। আক্তার হোসেন একই উপজেলার এলাঙ্গী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চৌগাছা বাসস্ট্যান্ডের ওই কাঁচা বাজারে ঝিনাইদহ-৩ আসনের এমপির পরিচয়ে জাতীয় পরিবহন শ্রমিকলীগের আশরাফুল, আমিরুল, সোহাগ ও মিঠু নিয়ন্ত্রণ করতেন। নতুন বছরে মালিকানা পরিবর্তন হয়ে নতুন একজন হাটটির ইজারা পান।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর পৌরসভার মেয়র গ্রুপের ডন হাসানের সমর্থকরা সেখানে টোল আদায় করতে যান। বাজারে জাতীয় পরিবহন শ্রমিক লীগের অফিসেই ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে অপেক্ষা করছিল অপর গ্রুপ।

ডন হাসানের সমর্থকরা বাজারে এলে টোল আদায়ের সময় প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায়। উভয় গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে ৬ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জীবনকে মৃত ঘোষণা করেন। অন্যদের যশোর রেফার্ড করা হয়। যশোরে যাওয়ার পথে আক্তার মারা যান।

কোটচাঁদপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জেরিন বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন জীবন। তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহতদের মধ্যে আক্তার, সোহাগ ও সাব্বিরের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যশোর হাসপাতালে যাওয়ার পথে মারা যান আক্তার হোসেন।

এ বিষয়ে কথা বলতে উপজেলা আওয়ামী লীগের সাধারণের সম্পাদকের শাহজাহান আলী জানান,আমার কোন গ্রুপ এই সংঘর্ষে জড়ায়নি।এটা মূলত শ্রমিক লীগের আভ্যন্তরীন কোন্দলের ফল।এ ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

কোটচাঁদপুর পৌর মেয়র মেয়র বলেন, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে একটি গ্রুপ এ কাজ করেছে। এ হত্যাকাণ্ডের বিচার চাই।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে সরকার সমর্থক দুই গ্রুপের মধ্যে বাজারের টোল আদায় নিয়ে সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন। পুলিশ অভিযান চালিয়ে ডন হাসান নামে একজনকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

(একে/এএস/এপ্রিল ১৫, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test