E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরেরহাট বান্নি মেলায় ৬ জুয়াড়ি আটক, জুয়ার সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস

২০২২ এপ্রিল ১৬ ১৩:২৪:৩১
পীরেরহাট বান্নি মেলায় ৬ জুয়াড়ি আটক, জুয়ার সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট বান্নি মেলা শুরু না হতেই শুরু হয় ছয়গুটির জুয়া খেলা। এ খেলার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে ওই মেলায় জুয়া খেলা ঠেকাতে অভিযান চালায় গাইবান্ধা ডিবি’র একটি চৌকস দল। এসময় খেলা ভেঙে দেওয়াসহ সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়। ডিবি’র উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. নওশাদ আলীর নেতৃত্বে এ অভিযানে সন্ধ্যার দিকে জুয়ার আসর থেকে ৬ জুয়ারীকে আটক করেছে দলটি।

আটককৃতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার হামিন্দপুর গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে শাহ আলম (৩০) মৃত আছর উদ্দিনের ছেলে শুকুর আলী (৪৫), মহিষবান্দি গ্রামের মোজাম্মেল হক ওরফে তোজাম (৩৬, ইসমাইল হোসেনের ছেলে সাহারুল ইসলাম (৪০), সাহাপাড়া গ্রামের আলম ব্যাপারীর ছেলে মুসলিম ব্যাপরী (৩৫), তরফবাজিত গ্রামের আনছার আলীর ছেলে হারুন মিয়া (৩৫)। তাদের কাছ থেকে গাঁজা জব্দ করা হয়েছে।

জানা যায়, আজ শনিবার অনুষ্ঠিত হবে এই মেলা। ঐতিহ্যবাহী এ মেলাকে ঘিরে ইতোমধ্যে প্রকাশ্যে চলছিল ছয়গুটির জুয়ার আসর। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত নানা ধরণের জুয়া খেলা চলতে দেখা গেছে। আজও জুয়া খেলা চলতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, পেশাদার জুয়ারীরা তাদের জুয়ার আসর বসানোর জন্য ইতোমধ্যে কতিপয় প্রভাবশালী ও দায়িত্বশীলদের সঙ্গে আতাঁত সম্পন্ন করেছে। এ সুবাদে মেলার ভেতর জুয়ার ফর্দি না বসানো শর্তে মেলার কিছুদুর বাহিরের বিভিন্ন বাড়িতে ও ঝোপ-জঙ্গল এবং কৃষকের মাঠে এই জুয়ার আসর বসানো হচ্ছে।

গাইবান্ধা ডিবি’র উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. নওশাদ আলী জানান, পীরেরহাট বান্নিকে ঘিরে জুয়া বিরোধী অভিযান চলমান থাকবে। এ মেলায় কেউ যেনো জুয়ার আসর বসাতে না পারে, সেবিষয়ে নজরদারি রাখা হয়েছে।

(এসআইআর/এএস/এপ্রিল ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test