E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্ররা ঋণ মওকুফ চান 

২০২২ এপ্রিল ১৬ ১৫:৫৮:১৮
ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্ররা ঋণ মওকুফ চান 

দেবেশ চন্দ্র সান্যাল, উল্লাপাড়া : ২০০৮ সালে বাঙ্গালী জাতির মহান মুক্তিযুদ্ধেও বিজয়ের মাসে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা ফিরে পান । জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া জন নেত্রী শেখ হাসিনা প্রধান মন্ত্রী নির্বাচিত হয়। তিনি প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পড় থেকে দিন রাত্রি অক্লান্ত পরিশ্রম করে দেশ ও জাতির কল্যান করে  চলেছেন। তিনি জাতির পিতার যোগ্য উত্তরসুরী হিসেবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে অক্লান্ত পরিশ্রম করে  চলেছেন। তিনি তাঁর অনন্য কাজের স্বীকৃতি হিসেবে দেশের অধিকাংশ মানুষের অন্তরের অন্তস্থলে স্থান পেয়েছেন।

তিনি দেশরত্ন, গণতন্ত্রের মানস কন্যা, মমতাময়ী মা সহ বিভিন্ন অভ্যন্তরিন ও আন্তর্জাতিক স্বীকৃত পেয়েছেন । এখন দেশের অধিকাংশ মানুষ বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে জাতির পিতার কন্যার নেতৃত্বে দেশ উন্নয়নের সকল সুচকে সফলতা এসেছে। ১৯৭২ সালে জাতির পিতা সোনালী ব্যাংক সহ দেশের বেশ কয়েকটি ব্যাংককে রাষ্টীয় করন করে গেছেন । সোনালী ব্যাংক লিমিটেড এখন দেশের সর্ব বৃহৎ রাষ্টীয় ব্যাংক । সোনালী ব্যাংক শুধুমাত্র মুনাফা অর্জন কাজে নিযুক্ত থাকেনা সোনালী ব্যাংক বিভিন্ন সেবা মুলক কাজ করে থাকে । বিনা চার্জে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রদানসহ বিভিন্ন সেবামুলক কাজ করে থাকে । জাতির পিতা কন্যা মমতময়ী নেন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা দেশরত্ন জননে মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করতে সোনালী ব্যাংক বিভিন্ন ঋণ কর্মসুচির প্রচলন করে ।

(১) দরিদ্র বিমোচনে সহায়তা ঋণ কমসুচি (২) উন্মেষ জাগো নারী ক্ষুদ্র ব্যবসা প্রভৃতি ঋণ কমসুচির প্রচলন করে । দরিদ্রজন গোষ্ঠী আয় বর্ধন মুলক বিভিন্ন স্বকর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন এর মাধ্যমে তাদের দারিদ্রতা নিরসন করে থাকেনা । আগ্রহী প্রত্যেক নারী পুরুষকে বিনা জামানত পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই ঋন দেওয়া হয়ে থাকে । এই ঋণ নিয়ে প্রত্যেকেই লাভবান হয়েছেন । দেশের একজন মানুষও এখন অনাহারে থাকে না । স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছেন । অধিকাংশ ঋণ পরিশোধ করে দিয়েছেন । কিন্তু কিছু দরিদ্র মানুষ করোনা মহামারী ও অন্যান্য কারনে ঋণ পরিশোধ করতে পারে নাই । ঋণগুলি খেলাপি ও শ্রেণী বিন্যাসিত হয়ে পড়েছে । ব্যাংক থেকে চাপে দিচ্ছে । মামলা করার ভয়ভীতি দেখাচ্ছে ঋণের কারনে দরিদ্র মানুষের মানুসিক ভাবে অত্যন্ত কষ্টের মধ্যে আছে । গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মমতময়ী নেন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা, জাতির পিতার কন্যা ও যোগ্য উত্তরসুরি দেশরন্ত জননেত্রী শেখ হাসিনার কাছে তাদের দাবী সোনালী ব্যাংক লিমিটেডের খেলাপী শ্রেণী বিন্যাসিত সকল ক্ষুদ্র ঋণ মওকুফ করে দিন ।

(ডিএস/এসপি/এপ্রিল ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test