E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজাকার পুত্র মাকসুদের সহচর নুরুলের বিরুদ্ধে কৃষি জমির মাটি কেটে নেয়ার অভিযোগ

২০২২ এপ্রিল ১৬ ১৯:১৯:২১
রাজাকার পুত্র মাকসুদের সহচর নুরুলের বিরুদ্ধে কৃষি জমির মাটি কেটে নেয়ার অভিযোগ

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের বন্দরে এবার জোর পূর্বক অর্ধকোটি টাকা মূল্যের কৃষি জমির মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে ভুক্তভোগী ধামগড় ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য সফুরউদ্দিন বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মুছাপুর ইউপি চেয়ারম্যান রাজাকার পূত্র মাকসুদ হোসেনের সহচর পাশ্ববর্তী সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপির কালিগঞ্জ গ্রামের মৃত খলিফার ছেলে নুরুল আলম, জাঙ্গাল গ্রামের মৃত আলী আকবর মেম্বারের ছেলে বাদল ও অন্যান্যরা যোগসাজেসে ধামগড় ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য সফুরউদ্দিনের কৃষি জমির মাটি জোর পূর্বক কেটে নেয়। পরে এ ঘটনায় সফুরউদ্দিন মেম্বার মাটি কাটার বিষয়ে নুরুল আলমের কাছে জানতে চাইলে নুরুল আলম বলেন মুছাপুর ইউনিয়নের মাকসুদ চেয়ারম্যানের নির্দেশে মাটি কাটা হয়েছে, কোনো কিছু বলার সাহস থাকলে মাকসুদ চেয়ারম্যানকে বলেন, এই বলে হুমকি দেয়। এমতাবস্থায় বিষয়টি স্থানীয় মাহিলা ইউপি সদস্য সকিনা বেগমের মধ্যস্থতায় ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে কেটে নেয়া মাটির মূল্য পরিশোধ করবে বলে একটি সিন্ধান্ত হয়। গত ১০ এপ্রিল সকালে কেটে নেওয়া মাটির মূল্য সফুরউদ্দিন মেম্বার চাইতে গেলে নুরুল আলম নানা তাল বাহানা ও হত্যার হুমকি ধমকি দেয়। সফুরউদ্দিন মেম্বার নিরুপায় হয়ে শুক্রবার দুপুরে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সফুরউদ্দিন মেম্বার জানান,কামতাল মালিভিটা বিলে আমার ক্রয়কৃত কৃষি জমির মাটি বেকু দিয়ে জোর পূর্বক কেটে নেয় মাকসুদ চেয়ারম্যানের সহচর নুরুল আলম ও বাদল। পরে মাটি কেটে নেয়ার বিষয়টি জানতে পেয়ে বাধা দিতে গেলে আমাকে হত্যার হুমকি ধমকি দেয়। তখনকার পরিস্থিতি আমার অনুকুলে না থাকায় জীবনের ভয়ে চলে আসি। এরপর মহিলা মেম্বার সকিনা বেগমের মাধ্যমে নুরুল আলম আমাকে ৫ লাখ টাকা পাঠান। বাকী টাকা পরে দিবেন বলে চলে যায়। নুরুল আলমের কাছে বাকী টাকা চাওয়াতে এখন প্রতিনিয়ত আমাকে নানা হুমকি দমকি দিয়ে আসছে ।

(এসবি/এসপি/এপ্রিল ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test