E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে আগুনে পুড়ল ইউএনও কক্ষ, নথিপত্র ছাই

২০২২ এপ্রিল ১৭ ১৩:২৩:১৬
জামালপুরে আগুনে পুড়ল ইউএনও কক্ষ, নথিপত্র ছাই

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডে অফিসের গুরুত্বপূর্ণ সব নথি পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এখনো। তবে উপজেলা পরিষদের নতুন ভবনের তৃতীয় তলায় ইউএনওর কক্ষেই কেন আগুন, এ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। আগুন তিন তলা ভবনের আর কোথাও ছড়িয়ে পড়েনি।

স্থানীয়রা জানায়, ইউএনওর কক্ষ থেকে আগুনের শিখা বাইরে থেকে দেখতে পায় লোকজন। তখন সকাল ৭ টা। বিষয়টি তখনই ইউএনওকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ইউএনও কক্ষের গুরুত্বপূর্ণ ফাইলপত্র, চেয়ার-টেবিল, আলমারিসহ কক্ষটির সমস্ত আসবাবপত্র। তবে পাশের কক্ষগুলোতে কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি।

সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে সকাল ৭টা ১২ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা বলেন, আমার কক্ষে আগুন জ্বলতে দেখে সকাল ৭টায় আনসাররা আমাকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে আমার অফিসের গুরুত্বপূর্ণ নথিসহ সব ধরনের কাগজপত্র ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।

জেলা প্রশাসক মোর্শেদা জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(আরআর/এএস/এপ্রিল ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test