E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিদ্ধিরগঞ্জে শিশু শ্রমিক লাঞ্ছিত, থানায় অভিযোগ

২০২২ এপ্রিল ১৮ ১৯:২০:০০
সিদ্ধিরগঞ্জে শিশু শ্রমিক লাঞ্ছিত, থানায় অভিযোগ

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ঢাকেশ্বরী আর কে স্পিনিং মিলসের নিটিং সেকশনের এক নারী শ্রমিককে লাঞ্ছিত ও আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এবিষয়ে নারী শ্রমিক ঘটনার বিষয়ে আইনী সহযোগিতা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন যাহার নং ১৯৩৮/২২, তা-১৭-৪-২০২২।

ঘটনার সূএে যানা যায় যে, সুনামগঞ্জ জেলার সানজিদা আক্তার (আনুমানিক ১৮) বর্তমানে গোদনাইল ভূইয়া পাড়া জয়নাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সে আরকে নিটিং এ কাজ করে চলছে দীর্ঘদিন যাবৎ। কর্মরত থাকা অবস্হায় গত ১৭ এপ্রিল রবিবার বিকালে নিটিং সেকশন এর লাইনম্যান মোস্তফা জোড় করে ধর্ষন করতে ব্যর্থ হওয়ার দেয়ালের সাথে মাথা বারি ও এলোপাতাড়ি পিটিয়ে যক্ষম করে।

ভুক্তভোগী বলেন, লাইনম্যান মোস্তফা আমাকে প্রায় সময়ই কুপ্রস্তাব দিয়ে থাকে। তার কথায় আমি রাজি না হওয়ায় সে আমাকে শারীরিক ভাবে নির্যাতন করে অনেক দিন। প্রমাণ না থাকার জন্য এতো দিন কাউকে কিছু যানাইনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মিলের ইনচার্জ মোহাম্মদ আলী বলেন,সানজিদা কে আঘাত করেছে মোস্তফা এটা ঠিক তবে আমাদের জানামতে কোন কুপ্রস্তাবের কথা জানা নেই। সানজিদা কর্মরত সময়ে দ্বায়িত্ব পালনে অবহেলা করায় মোস্তফা তার সাথে এ বৈরি আচরণ করে থাকে। আমরা বিষয়টি জেনে সানজিদাকে চিকিৎসার জন্য স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠিয়ে দেই এবং মোস্তফা এমন আচরণ করায় আমরা কোম্পানির সিদ্ধান্ত অনুপাতে তাকে সাময়িক বরখাস্ত করি। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি এবং পরবর্তীতে মোস্তফার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিবো। সানজিদা সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসার ব্যয় আমরা চালিয়ে যাবো।

স্থানীয় বাসিন্দারা বলছে, এই ঘটনার সঠিক বিচার যদি না করা হয় তাহলে তারা অন্যান্য শ্রমিকদের সাথেও এমন আচরণ করার সাহস পাবে। তাই আমরা এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, এ নিটিং এ বেশির ভাগই শিশু শ্রমিক যাদের বয়স ১৬ বছরেরও নিচে।

অভিযোগের বিষয়টি সম্পর্কে সিদ্ধিরগঞ্জ থানার এস আই মোকলেছুর রহমান এর সাথে কথা বললে তিনি বলেন, আমি অভিযোগ হাতে পেয়েছি ঘটনার বিষটি তদন্তকরে উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

(এস/এসপি/এপ্রিল ১৮, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test