E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশা সাব-রেজিস্টার অফিসের পরিবেশ অশান্ত করতে সাবেক ছাত্রলীগ নেতার প্রবেশ 

২০২২ এপ্রিল ১৯ ১৮:৩৪:১৭
পাংশা সাব-রেজিস্টার অফিসের পরিবেশ অশান্ত করতে সাবেক ছাত্রলীগ নেতার প্রবেশ 

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী পাংশা পৌরসভা এলাকা আবারও অশান্ত হয়ে উঠছে। রাজনৈতিক কোন্দলের কারণে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির গুরুত্বপূর্ণ পদের দুই নেতার মধ্যে টেন্ডার কে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি হয়। 

বিভেদের প্রেক্ষিতে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল বিশ্বাস উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ সহ পৌরসভার কাউন্সিলার তাইজুল সহ অজ্ঞাত নামা আরও ২০/২৫ জনকে আসামি করে চাঁদাবাজি মামলা করে। বাদী জালাল বিশ্বাস উল্লেখ করেন, জেলা পরিষদের নিজ নেয়া জাইগায় ঘর করতে গেলে তাইজুল তার কাছে ২ লক্ষ টাকা চাদা দাবি করেন। তিনি ২০ হাজার টাকা দিলেও তারা বাকি টাকা পরিশোধ না করায় জীবন নাশের হুমকি দিচ্ছে।

ওই মামলায় গত সপ্তাহে পাংশা সাব-রেজিস্টরা অফিসের দলিল লেখক ও স্টাম ভেন্ডার সমিতির আহবায়ক ফজলুল হক ফরহাদ ও কাউন্সিলার তাইজুল কে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এ সময় ফজলুল হক ফরহাদ ও তাইজুলের সাথে কথা হলে তারা বলেন, এটা সম্পূর্ণ উদ্দেশ্য মূলক মামলা। এ সময় কাউন্সিলর তাইজুল বলেন, আমার নির্বাচনী এলাকায় জেলা পরিষদের লিজ নেওয়া জাইগা থেকেও অতিরিক্ত জাইগা নিয়ে জালাল বিশ্বাস পাকা ঘর নির্মাণ করতে গেলে আমি বাধা দেই। ফলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে মামলা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা সাব-রেজিস্টার অফিস চলা কালিন অবস্থায় পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ সরদার বহিরাগত ৪০/৫০ জন্য সঙ্গী নিয়ে প্রবেশ করেন। এর আগেই ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস উপস্থিত থাকেন সাব-রেজিস্টার অফিসে। এ সময় তারা বলেন, ফজলুল হক ফরহাদ কে আহবায়ক করে যে কমিটি রয়েছে তা অবৈধ। এই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করতে হবে।

এ সময় পাংশা সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ও স্ট্রাম ভেন্ডার সমিতির সদস্য বলেন, আমাদের কমিটি কিভাবে চলবে সেটা আমার বুঝবো, বাইরের লোকজন কেন আমাদের কমিটি নিয়ে কথা বলবে। তারা মুলত অফিসের পরিবেশ অশান্ত করতে সন্ত্রাসী কার্যক্রম চালাতে আসছে।

পরে পাংশা মডেল থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ সহ ফোর্স এসে পরিবেশ শান্ত করে।

(একে/এসপি/এপ্রিল ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test