E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের আগে পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন

২০২২ এপ্রিল ২১ ১৩:৫৯:২৪
ঈদের আগে পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : বন্ধ করে দেওয়া ২৫টি পাটকলসহ জাতীয় জুটমিল দ্রুত চালু এবং ঈদের আগে মজুরী কমিশনের এরিয়াসহ সকল জাতীয় জুটমিল শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে সিরাজগঞ্জ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷

সিরাজগঞ্জ জাতীয় জুট মিল শ্রমিক কর্মচারী সম্বনয় পরিশোধের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ জাতীয় জুটমিল ১নং গেটের সামনে শ্রমিকদের এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।

জাতীয় জুট মিল শ্রমিক কর্মচারী সম্বনয় পরিশোধের আহ্বায়ক শহিদুল ইসলাম সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন, জাতীয় মুক্তি কাউন্সিলের আহ্বায়ক বরকতউল্লাহ ।সিপিবি নেতা শুনিল কুমার দে প্রমূখ।

এ সময় বক্তৃতারা বলেন, করোনাকালিন সময়ে দেশের ২৫টি পাটকল বন্ধ করে এই সরকার ৭০ হাজার শ্রমিক কে বেকার করেছে। দুই বছর অতিবাহিত হয়ে গেলেও আজ পর্যন্ত শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না সরকার মুখে বলে তারা শ্রমিক বান্ধব অথচ কাজে শ্রমিকদের না খায়িয়ে মারার সরকার। এই সরকার লুটেরাদের, যারা দেশের টাকা লুট করে বাইরে পাচার করে তাদের পাহাড়াদার।
সরকার মুখে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বললেও মুক্তিযুদ্ধে অর্জিত সকল সরকারি কারখানা গুলো ব্যক্তি মালিকানায় দিয়ে ধনীদের আর ধনী বানানোর জন্য উঠেপড়ে লেগেছে।

ঈদের আগে শ্রমিকদের বকেয়া পরিশোধ এবং দ্রুত বন্ধ করা ২৫টি পাটকল চালু করতে হবে ।

অন্যথায় ঈদ পরবর্তীতে বৃহত্তর আন্দোলন এবং ঢাকা পাট ও শিল্প মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির মত আন্দোলন করবে বলেও ঘোষণা দেন নেতৃত্ববৃন্দ।

(আইএইচ/এএস/এপ্রিল ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test