E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে নারুয়া বাজার কমিটির সৌজন্য সাক্ষাত

২০২২ এপ্রিল ২১ ১৯:৪০:১৯
উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে নারুয়া বাজার কমিটির সৌজন্য সাক্ষাত

মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাধীন নারুয়া বাজার পরিচালনা নব গঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে পরিচিতি ও সৌজন্য সাক্ষাত করেছেন। 

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ঊপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, থানার ওসি তারিকুজ্জামান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন এর সাথে পরিচিতি ও সৌজন্য সাক্ষাত করে।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে নারুয়া বাজার পরিচালনা কমিটি না থাকায় ব্যাবসায়ীদের নিরাপত্তাহীনতা সহ বিভিন্ন সমস্যায় হচ্ছিল ফলে এসকল সমস্যা থেকে উত্তোরনের জন্য নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলামের উদ্যগে ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় নারুয়া বাজারের চাউল পট্টিতে সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামসহ এছাড়াও নারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াজেদ আলী, নারুয়া বাজারের অন্যতম ব্যাবসায়ী অমিত সাহা, ব্যাবসায়ী সাজেদুল ইসলাম, বিলুপ্ত নারুয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গণি শেখ, নারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামের ঊপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে সভাপতি চাউল ব্যাবসায়ী আলমগীর হোসেন মোল্লা, সহ-সভাপতি মোঃ সাজেদুর রহমান মন্ডল, বাদশা মোল্লা, রুস্তম আলী।

সাধারণ সম্পাদক গণি শেখ, যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম, আকিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, নির্বাহী সদস্য – বাবু মোল্লা, বিষান সাহা, অকিল উদ্দিন, শরিফুল ইসলাম, সেকেন্দার শেখ, শাপলু,মামুনসহ ৩১সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয় উক্ত বাজার পরিচালনা কমিটির জন্য নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম কে প্রধান করে ১০ সদস্যদের উপদেষ্টা মন্ডলীর সদস্য গঠন করা হয়।

(এমজি/এসপি/এপ্রিল ২১, ২০২২)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test