E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে কালবৈশাখী ঝরে ২০ নির্মাণ শ্রমিক আহত

২০২২ এপ্রিল ২২ ১৭:৪৭:৫২
সিরাজগঞ্জে কালবৈশাখী ঝরে ২০ নির্মাণ শ্রমিক আহত

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে কালবৈশাখী ঝরে টিনের তৈরি ঘর ভেঙ্গে অন্তত ২০ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।

আজ শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় নির্মাণাধীন বিসিক শিল্পপার্ক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৪ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, এনায়েতপুরের জাহিদুল (৩২), সদর উপজেলার বহুলী গ্রামের নূর হোসেন (২৮), হাফিজুল (২৮) ও লিখন (২৫), বাগবাটি গ্রামের নাঈম (২৬), জিয়া (২৪), বুলবুল (২২), আলিম (২৫), ফারুক (২১) ও আবুল কালাম (২২), ছাব্বিশা বহুলীর সাদ্দাম (২২) ও আল-আমিন (২৫), আলোকদিয়া গ্রামের আব্দুর রহিম (২০) এবং রতনকান্দি গ্রামে কমলেশ (২২)।

বিসিক শিল্পপার্ক এলাকায় দায়িত্বরত আনসার ভিডিপির সহকারী প্লাটুন কমান্ডার রিপন আলী বলেন, শিল্পপার্কে নির্মাণ শ্রমিকরা কাজ করছিলেন। এ অবস্থায় আকাশে মেঘ দেখা দিলে শ্রমিকরা টিনের শেডে আশ্রয় নেয়। অস্থায়ী ওই শেডে শ্রমিক ছাড়াও আনসার সদস্যরাও আশ্রয় নেন। এ অবস্থায় হঠাৎ কালবৈশাখী ঝড় এসে উড়িয়ে নিয়ে টিনের চাল। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে একজন আনসার সদস্যও রয়েছেন।

(আই/এসপি/এপ্রিল ২২, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test