E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উন্নয়নের পথে হাঁটছে গোয়ালন্দ পৌরসভা

২০২২ এপ্রিল ২৩ ১৫:০৭:০০
উন্নয়নের পথে হাঁটছে গোয়ালন্দ পৌরসভা

এম এ হীরা, গোয়ালন্দ : এক স্বপ্নবাজ যুবক নজরুল ইসলাম মন্ডল। তিনি গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র। তার নির্বাচিত হওয়ার পর থেকে উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে গোয়ালন্দ  পৌরসভার চিত্র। সেইসঙ্গে বদলে গেছে পৌরবাসীর জীবনমান। রাস্তাঘাট পাকাকরণ-ড্রেনেজ ব্যবস্থা ছাড়াও ব্যাপক উন্নয়ন হয়েছে এ পৌরসভায়। উন্নয়নের সুফল ভোগ করতে শুরু করেছে পৌরবাসী। সরকারের সদিচ্ছার পাশাপাশি মেয়র নজরুল ইসলাম মন্ডলের আন্তরিকতা ও কর্মদক্ষতার কারণে এমন উন্নয়ন হয়েছে বলে মনে করছেন পৌরবাসী।

২০০০ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে গোয়ালন্দ পৌরবাসী নাগরিক সুবিধাবঞ্চিত ছিল। এখন বদলে গেছে গোয়ালন্দ পৌরসভার চিত্র। গোয়ালন্দ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এখানকার নাগরিকরা এখন পাচ্ছেন নাগরিক সুবিধা। গত ১ বছরে এ পৌরসভার বিভিন্ন এলাকায় যে উন্নয়ন হয়েছে, অতীতে কোনো মেয়রের আমলে এত উন্নয়ন হয়নি। তাই খুশি পৌরবাসী। নাগরিকরা বলছেন, বর্তমান মেয়র নজরুল ইসলাম মন্ডলের প্রয়াসে বিরাট এ পরিবর্তন এসেছে পৌরসভায়।

সরেজমিনে জানা যায়, গোয়ালন্দ পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধা সংবলিত উন্নত যোগাযোগ ব্যবস্থা ও পরিকল্পিত নগর অবকাঠামো, আর্থ-সামাজিক ও ব্যবসা বান্ধব পরিবেশসহ ডিজিটাল পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গোয়ালন্দ পৌর মেয়র নির্বাচিত হন নজরুল ইসলাম মন্ডল। নির্বাচনের পরই পৌরসভার উন্নয়নে কাজে হাত দেন। বিভিন্ন মন্ত্রণালয় ও দাতা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে গোয়ালন্দ পৌরসভায় ১ বছরে ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন, যা অন্য কোন মেয়র এর আমলে করা সম্ভব হয়নি। নগদ অর্থ, শীতবস্ত্র, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, পুষ্টিকর খাবারসহ কৃতি ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পৌর এলাকার শতভাগ স্যানিটেশন নিশ্চিতে স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। বাজেটের আগেই পৌর এলাকার জনগণের চাহিদা ও মতামত গ্রহণসহ উন্মুক্ত বাজেট গ্রহণ করা হচ্ছে। উন্নয়নের ছোঁয়ায় অবহেলিত গোয়ালন্দ পৌরসভার চিত্র পাল্টে গেছে।

সূত্র জানায়, গোয়ালন্দ পৌরসভার প্রথম আওয়ামী লীগ মনোনীত মেয়র নির্বাচিত হন নজরুল ইসলাম মন্ডল।তার সেই জনপ্রিয়তা এখনো রয়েছে। তিনি ১৫ মার্চ ২০২১ সালে ঋণগ্রস্ত গোয়ালন্দ পৌরসভার দায়িত্ব গ্রহণ করেন। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি গোয়ালন্দ পৌরসভাকে ঋণমুক্ত করেন। এটি তার নেতৃত্বের বড় সফলতা। এরপর তিনি মাদক, চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত শান্তিময় পৌরসভা গড়তে কাজ শুরু করেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে ছুটে বেড়ান। নিয়ে আসেন একের পর এক উন্নয়ন প্রকল্প। পৌরবাসীর বিশুদ্ধ পানির ব্যবস্থা করছেন। পৌরসভার প্রত্যেক ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি পৌছে যাবে।

গোয়ালন্দ বাজারের জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করে দিচ্ছেন যা একটি মাইলফলক । নতুন রাস্তা নির্মাণ ও সংস্করণ হচ্ছে। খাল খনন, ড্রেন নির্মাণ, সড়কে বাতি স্থাপন করেছেন। পৌরসভা আলোকসজ্জা করা হয়েছে।

বাজেট বাস্তবায়নে মেয়র নজরুল ইসলাম স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিচয় দিয়েছেন। তিনি জনগণের মুখোমুখি হয়েছেন নিয়মিত।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডল নিয়মিত কার্যালয়ে অবস্থান করছেন। সকাল থেক বিকাল অব্দি অফিস করেন।
মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় গোয়ালন্দ পৌরসভার উন্নয়নের ছোঁয়া পড়েছে। আমি পৌরবাসীর দোয়া নিয়ে আরো উন্নয়নমূলক কাজ করতে চাই।

(এমএএইচ/এএস/এপ্রিল ২৩, ২০২২)


পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test