E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে, কাল খুলছে নলকা সেতুর এক লেন

২০২২ এপ্রিল ২৪ ১৩:০১:০১
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে, কাল খুলছে নলকা সেতুর এক লেন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। উত্তর ও দক্ষিনাঞ্চলের ২২ জেলার মানুষের সড়ক পথে চলাচলের এই পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামিকাল খুলে দেয়া হবে নলকা সেতুর এক লেন। এছাড়াও মহাসড়কজুড়ে সৃষ্ট অসংখ্য খানাখন্দ সংস্কার করা হচ্ছে।

রবিবার ভোর থেকে মহাসড়ক জুড়ে এ চিত্র দেখা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানা ও সড়ক বিভাগ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার সাথে উত্তরের ১৬ ও দক্ষিনের ৬ জেলায় চলাচলকারি যানবাহনের সেতু গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়ক ব্যবহারের বিকল্প নেই। প্রতিবছরেই ঈদ মৌসুমে এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হওয়ায় যানজটে নাকাল হতে হয় যাত্রিদের। এবছর মহাসড়কজুড়ে চলা নির্মান কাজ ও অসংখ্য খানাখন্দ যানজটের আতংক বৃদ্ধি করেছে।

সড়ক বিভাগের পক্ষ থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে সৃষ্ট খানাখন্দ সংস্কার, কড্ডা, পাচলিয়াসহ বেশ কয়েকটি পয়েন্টে অস্থায়ীভাবে রাস্তা প্রশস্তকরন ও ২৫’শে এপ্রিল ফুলঝোড় নদীর উপর নির্মিত নলকা সেতুর ঢাকা-উত্তরবঙ্গগামি লেন চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন নলকা সেতুর এক লেন দিয়ে উত্তরাঞ্চলগামী যানবাহন ও ঢাকামুখী যানবাহন চলাচল করবে পুরাতন নলকা সেতু দিয়ে। এতে যানজটপ্রবন এই সেতু এলাকা যানজটমুক্ত হবে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, নলকা সেতু’র এক লেন চালু করাসহ মহাসড়কের খানাখন্দ সংস্কারের অধিকাংশ কাজ শেষ হয়েছে। আগামী ২৭’শে এপ্রিল থেকে মহাসড়কে নির্মান কাজ বন্ধ রাখা হবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রায় ৪৫০ জন পুলিশ মোতায়েন থাকবে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় ১৫০ জন করে তিনভাগে বিভক্ত হয়ে পালাক্রমে দায়িত্ব পালন করবে তারা। যানবাহনের যে চাপ রয়েছে, লেন মেনে গাড়ি চললে এতে যানজট সৃষ্টির আশংকা নেই।

(আইএইচ/এএস/এপ্রিল ২৪, ২০২২)



পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test