E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দে রক্তদাতারা এবার দিলেন খাদ্য সহায়তা

২০২২ এপ্রিল ২৪ ১৩:১৭:১৪
গোয়ালন্দে রক্তদাতারা এবার দিলেন খাদ্য সহায়তা

এম এ হীরা, গোয়ালন্দ : রাজবাড়ী জেলার গোয়ালন্দ  উপজেলার মানবিক সংগঠন "গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব, তারা এই উপজেলাসহ আসে পাশের জেলাগুলোতে বিনামূল্যে রক্তপ্রদান করেন পাশাপাশি এই সংগঠনের রয়েছে নিজস্ব এাম্বুলেন্স। এর মাধ্যমে তারা দরিদ্র ও অসহায় মানুষদের সেবা দিয়ে থাকেন৷ এবার তারা ঈদের জন্য ঈদ উপহার ও ঈদে একদিনের মাংস কেনার টাকা সহায়তা করলেন।

তারা গোয়ালন্দ উপজেলার দরিদ্র ও কর্মহীন শ্রমজীবীদের মাঝে ঈদ উপহার তুলে দেয়। তারা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ৯০টি পরিবারে ঈদ উপহার স্বরূপ খাদ্যসামগ্রী পৌঁছে দেয় মানবিক সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলো, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার জনাব আজিজুল হক মামুন , গোয়ালন্দ উপজেলা ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম ও গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম মুন্সি সহ গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের ভলেন্টিয়াররা। অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারী শিক্ষক জনাব লুৎফর রহমান।

অনুষ্ঠানে বক্তারা গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের কাজের প্রশংসা করেন। এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে বলেন ঈদে দরিদ্র মানুষজনকে সহায়তা করার জন্য।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সেলিম মুন্সি বলেন কেউ যাতে রক্তের অভাবে, চিকিৎসার অভাবে মারা না যায় সে জন্য গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠা। আমরা এ ছাড়া ও বিভিন্ন মানবিক কাজে মানুষকে সহায়তা প্রদান করে থাকি। আমাদের এ চলমান কাজ ভবিষ্যতেও আর বেগবান হবে।


(এমএএইচ/এএস/এপ্রিল ২৪, ২০২২)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test