E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ইয়াবা ব্যবসায়ীদের বাচাঁতে ৫ দিন ধরে টেকনাফ স্থলবন্দর বন্ধ

২০১৪ এপ্রিল ২৬ ১৫:১৫:০৫
ইয়াবা ব্যবসায়ীদের বাচাঁতে ৫ দিন ধরে টেকনাফ স্থলবন্দর বন্ধ

কক্সবাজার প্রতিনিধি : ইয়াবা ব্যবসায়ীদের বাচাঁতে ৫ দিন ধরে বন্ধ রয়েছে টেকনাফ স্থলবন্দর। ফলে সরকার প্রতিদিন গড়ে ৪১ লাখ টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।

কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে অনিদিষ্টকালের ধর্মঘটের অংশ হিসেবে গত ৫ দিস ধরে পণ্য খালাসের কাজ বন্ধ রয়েছে। গত ২২ এপ্রিল থেকে শুরু হওয়া এ ধর্মঘট শনিবারও অব্যাহত রয়েছে।

টেকনাফে ইয়াবা বিরোধী অভিযানের অংশ হিসেবে ২১ এপ্রিল ইয়াবাসহ ৫ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি-৪২) সদস্যরা। এদের মধ্যে মো. আয়াছ ও জিয়াবুল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কোষাধক্ষ ও সদস্য। এ ২ জনের আটকের প্রতিবাদে ব্যবসায়ীরা ২২ এপ্রিল থেকে এ ধর্মঘট পালন করছে।

এর মধ্যে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী সংগঠনের বৈঠক অনুষ্টিত হলেও কোনো ধরনের সুরহা হয়নি। বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক এ ঘটনায় মামলা দায়ের পর ২ জনকে জেল হাজতে পাঠানো হয় উল্লেখ্য করে পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপারে আগামী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হবে বলে আশ্বস্ত করে ধর্মঘট প্রত্যাহারের মাধ্যমে বন্দর সচল করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তা না মেনে ধর্মঘট অব্যাহত রেখেছে ব্যবসায়ী নেতারা। আর বিষয়টিকে ইয়াবা ব্যবসায়ীদের রক্ষার মিশন বলে মন্তব্য করেন অনেক সাধারণ ব্যবসায়ী।


(টিটি/এটি/ এপ্রিল২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test