E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’

২০২২ এপ্রিল ২৪ ১৭:২০:৫১
‘মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’

শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : বকশীগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আজ রবিবার সকাল ১১ টার সময় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও মুনমুন জাহান লিজা ব‍ক্তব‍্যে জানিয়েছেন জাতির পিতার আজন্ম স্বপ্ন ছিল গরীব দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফুটানো মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষে সারা দেশের ন‍্যায়ে বকশীগঞ্জ উপজেলায় সরকারি ভাবে গৃহহীন পরিবারদের জন‍্য গৃহনির্মাণ বাস্তবায়ন করা হয়েছে। প্রথম পর্যায়ে ১৪২, দ্বিতীয় পর্যায়ে ৫০টি তৃতীয় পর্যায়ে ২০টি সেমিপাকা ঘর তৈরী করা হয়েছে।

এ ছাড়াও তৃতীয় পর্যায়ে ২০টি ভূমিহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমির কাগজ পত্র তাদের মাঝে হস্তান্তর করা হবে প্রেস ব্রিফিং এ উল্লেখ করেন।এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ইউএনও মহোদয় সাবলীল ভাবে উত্তর দিয়েছেন। এ ছাড়াও ইউএনও মহোদয় সাংবাদিক নেতৃবৃন্দের অব‍্যাহত সহযোগিতার প্রশংসা করেছেন।

(এসপি/এসপি/এপ্রিল ২৪, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test