E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতিদিন শত রোজাদারকে ইফতার করান তাঁরা

২০২২ এপ্রিল ২৫ ১৭:০৯:৩৭
প্রতিদিন শত রোজাদারকে ইফতার করান তাঁরা

অনলাইন ডেস্ক
দুপাশে সারিবদ্ধ লোক। মাঝে কয়েকজন তরুণ। কারও হাতে পানির বোতল, কারও হাতে শরবতের বালতি। একটু পর ইফতারের প্যাকেট নিয়ে আবার বিলিয়ে দেওয়া। নোয়াখালীর সোনাইমুড়ী রেলওয়ে স্টেশনে প্রতিদিন সন্ধ্যার চিত্র এটি। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশনের (এসএইচবিও)’ উদ্যোগে চলমান আয়োজনের নাম—শতমুখে ইফতার।

প্রথম রমজান থেকে চলছে কার্যক্রম এই ইফতার বিতরণ কর্মসূচি। চলবে শেষ রমজান পর্যন্ত। প্রতিদিন ১০০ অসহায় ও ছিন্নমূল মানুষের মুখে ইফতার তুলে দেওয়ার ব্রত নিয়েছে সংগঠনটি। প্রতিদিনই সংখ্যা শত ছাড়ায়।

সংগঠনটি স্বেচ্ছাসেবী ইমাম হোসেন জানান, ‘এক শর নিচে লোক হয় না। কখনো দুইশও হয়। পরিপূর্ণ তৃপ্তি নিয়েই সকলে ইফতার করেন। তিনি বলেন, ১০০ জন মানুষের জন্য জনপ্রতি ৪০ টাকা হিসেবে দৈনিক খরচ ৪ হাজার টাকা। সংগঠনের নিজস্ব অর্থায়নের পাশাপাশি এগিয়ে আসেন সমাজের সচ্ছল ব্যক্তিরা।

আয়োজনের প্রধান সমন্বয়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক ফাহিদা সুলতানা বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবীরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আমরা আছি অসহায়ের পাশে। বেলাশেষে তাঁদের হাসিতে ক্লান্তি দূর হয়।’

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test