E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় ১২০ পরিবার পেলো নতুন ঘরের চাবি

২০২২ এপ্রিল ২৬ ১৬:১৫:৩১
কলাপাড়ায় ১২০ পরিবার পেলো নতুন ঘরের চাবি

মিলন কর্মকার রাজু, কলাপাড়া : স্বপ্নপূরণ হলে পটুয়াখালীর কলাপাড়ায় ছিন্নমূল ও হতদরিদ্র ১২০ পরিবারের। জীবনের অন্তিম লগ্নে এসে তারা পেয়েছেন মাথা গোঁজার নতুন আশ্রয়। আজ ( ২৬ এপ্রিল) গণভবন থেকে প্রধানমন্ত্রী উদ্ধোধণের পর এ পরিবারের হাতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন উপজেলা প্রশাসন। ইতিমধ্যে ঘরগুলোর কাজ সম্পন্ন হয়েছে জানালেন ইউএনও। আর প্রকল্প কর্মকর্তা বলেন, এবার যে ঘর তৈরি হয়েছে তা মানসম্পন্ন এবং দৃষ্টিনন্দন। 

মুক্তিযোদ্ধা মোস্তফা ভূইয়া এখন বয়সের ভারে আনেকটা ন্যুজ। দেশ স্বাধীনের ৫১ বছরেও তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি। টাকা ও তদ্বির করতে না পারায় গেজেটভূক্ত হতে না পারায় মেলেনি কোন সরকারি সুবিধা। এবার তৃতীয় পর্যায়ের প্রধানমন্ত্রীর উপহারের ঘরের তালিকায় তার নাম তিন নম্বরে। আজ ঘর বুঝে পাবেন, তাই সোমবার বিকালে দেখতে এসেছেন নিজের ঘরটি। ঝাড়ু দিয়ে পরিস্কার করলেন ঘরের ময়লা। এসময় তার চোখ দিয়ে খুশির অশ্রু ঝড়ছিলো।

নিজ ঘরের সামনে বসে তিনি জানালেন, দেশের জন্য যুদ্ধ করেছি। কিন্তু একান্ন বছর তাকে ভাসতে হয়েছে পরিবার নিয়ে। প্রতিটি ঝড়, জলোচ্ছাসে ক্ষতিগ্রস্থ্য হয়েছে তার রাস্তার পাশের ঝুপড়ি ঘর। জীবনের শেষ লগ্নে এসে মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তাই আবেগআপ্লুত এ মুক্তিযোদ্ধা। এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। তবে তার একটাই আপশোষ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েও মুক্তিযোদ্ধাদের তালিকায় তার নাম উঠাতে পারলেন না।

এ মুক্তিযোদ্ধার মতো কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে ২১টি, মহিপুর ইউনিয়নে ২২টি, বালিয়াতলী ইউনিয়নে ৪৪টি, টিয়াখালী ইউনিয়নে ২৬ টি ও ধানখালী ইউনিয়নে ৬টি প্রতিবন্ধী ও দুঃস্থ্য পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

গণভবন থেকে উদ্ধোধনের এসব পরিবারের হাতে ঘরের কাগজ তুলে দেয়া হয়। মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ঘরের কাগজ হস্তান্তর করেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ওবায়দুর রহমান, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া থানার ওসি মো. জসীম, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।

আজ নতুন ঘরে উঠতে পারবেন এ আনন্দে আত্মহারা ঘর পাওয়া পরিবারগুলো। তারা বলেন, জীবনে নিজের ঘরে শেষ কয়েকটা দিন কাটাতে পারবেন কখনো ভাবতেই পারেননি। প্রধানমন্ত্রী তাদের জীবনের শেষ আবদার পুরন করেছে।

জনপ্রতিনিধিসহ এলাকাবাসী বলেন, এবার যারা ঘর পেয়েছে তারা কেউ জেলে, কেউবা রাস্তার পাশে ঝুপড়ি তুলে কোন রকম জীবনযাপন করছিলো। সরকার এসব অসহায় পরিবারকে ঘর দেয়ায় তারা খুশি।

"আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার" এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে কলাপাড়ায় তৃতীয় পর্যায়ে ২০৩ টি পরিবারকে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। যার মধ্যে মঙ্গলবার ১২০ পরিবারকে দেয়া হবে নতুন ঘরের চাবি।

দুই শতক জমির উপর আধুনিক দুই বেড রুম বিশিষ্ট সেমিপাকা প্রতিটি ঘরে থাকছে রান্নাঘর, বাথরুম ও প্রশস্ত বাড়ান্দা। ঘরের চালে লাগানো হয়েছে রঙিন টিন। পানীয় জলের জন্য বসানো হচ্ছে গভীর নলকুপ। এছাড়া এসব পরিবারের সদস্যরা যাতে জলাধার দিয়ে মাছ শিকার করতে পারে, সন্তানদের কাছাকাছি বিদ্যালয়ে ভর্তি করতে পারে এরকম স্থান নির্ধারণ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ২০৩ টি ঘরের মধ্যে প্রধানমন্ত্রীর উদ্ধোধণের পর ১২০টি ঘর তারা হস্তান্তর করবেন। এজন্য সব ঘর প্রস্তুত রাখা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, প্রধানমন্ত্রীর উদ্ধোধণের পর। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর তারা হস্তান্তর করেছেন। প্রতিটি ঘর নির্মানে খরচ হয়েছে দুই লাখ ৫৯ হাজার টাকা। নতুন এ ঘরে উঠে পরিবারগুলো যাতে ব্যবসা বানিজ্য ও সন্তানদের ঠিকমতো স্কুলে পাঠাতে পারে এমন জায়গায় এবার ঘর নির্মান করা হয়েছে। খুব শীঘ্রই বাকি ৮৩টি ঘরও তারা হস্তান্তর করবেন।

মুজিব শতবর্ষ উপলক্ষে কলাপাড়ায় প্রথম পর্যায়ে ৪৫০ পরিবার ও দ্বিতীয় পর্যায়ে ১১০ পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। যাতে এখন শান্তিতে বসবাস করছে এক সময়ে গৃহহীন ও ছিন্নমূল পরিবারগুলো।

(এমকেআর/এসপি/এপ্রিল ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test