E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে দুর্গাপূজায় উচ্চমাত্রার শব্দযন্ত্র বাজানো নিষেধ

২০১৪ সেপ্টেম্বর ২৮ ১৮:০৭:২২
হবিগঞ্জে দুর্গাপূজায় উচ্চমাত্রার শব্দযন্ত্র বাজানো নিষেধ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজায় উচ্চমাত্রার শব্দযন্ত্র বাজানো যাবে না। এজন্য আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পূজা চলাকালীন সময়ে সাউন্ড ব্যবসায়ীদের কোন ধরনের উচ্চমাত্রার শব্দযন্ত্র ভাড়া না দিতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। লিখিত আদেশে বলা হয়- পূজা অনুষ্ঠানে উচ্চমাত্রার শব্দযন্ত্র ব্যবহারের ফলে পূজার পবিত্রতা এবং ভাবগাম্ভীর্য ক্ষুন্ন হয়।

গত ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ আদেশের পরও যদি কোন পূজা অনুষ্ঠানে উচ্চমাত্রার শব্দযন্ত্র পাওয়া যায় তাহলে ওই শব্দযন্ত্র জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(পিডিএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test