E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আফসিরের নেছা ফাউন্ডেশনের সহায়তায় এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেলো ৫ শিক্ষার্থী

২০২২ এপ্রিল ২৬ ১৯:২৩:২৯
আফসিরের নেছা ফাউন্ডেশনের সহায়তায় এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেলো ৫ শিক্ষার্থী

নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর সোনাগাজীতে আফসিরের নেছা মেমোরিয়াল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আর.এম.হাট.কে উচ্চ বিদ্যালয়ের হতদরিদ্র অসহায় ৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেল।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের আর.এম.হাট.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এর হাতে অসহায় ৫ জন শিক্ষার্থীর যার যার নামে বোর্ড নির্ধারিত এসএসসি পরীক্ষার ফি বাবত ১৮৫০ টাকার ৫টি খাম হস্তান্তর করেন আফসিরের মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিনিধি নূরুল আমিন খোকন। প্রধান শিক্ষক একে একে ৫ শিক্ষার্থীর হাতে তাদের নিজ নিজ নামে খামভর্তি টাকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক গোলাম মাওলা, নজরুল ইসলাম, সাবেক শিক্ষক সাহাব উদ্দিন ও অফিস সহকারী নুরনবী। পরবর্তীতে শিক্ষার্থীরা অফিস সহকারীর নিকট ওই টাকা জমা দিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করে।
সুবিধাভোগী ছাত্র/ছাত্রীরা হলেন- দৌলতকান্দির আবুল হোসেনের মেয়ে বিবি আমেনা উর্মি, সুজাপুরের ইউসুফ নবীর মেয়ে শারমিন আক্তার, সুলাখালীর মোঃ হানিফের মেয়ে জান্নাতুন নাঈম, ছাড়াইতকান্দির আবদুল মান্নানের মেয়ে বিবি তায়েফা এবং সাতবাড়িয়ার মৃত ফরহাদ আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস।

প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, গ্রামের অধিকাংশ মানুষ গরীব। নুন আনতেই তাদের পান্তা ফুরোয়। এই অবস্থায় ছেলে-মেয়ের ভরনপোষণ ও পড়ালেখার খরচ জোগাড় করা অনেকের পক্ষে সম্ভব হয় না, এসএসসি পরীক্ষার ফরম ফিলাফের ফিস জোগাড় করতে না পেরে অনেকেই মাধ্যমিক পরীক্ষা না দিয়েই ঝরে পড়ে।

আফসিরের নেছা মেমোরিয়াল ফাউন্ডেশন আমার স্কুলের অসহায় শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে তাদের স্বপ্ন পূরণের পথ সুগম করছে, এজন্য ফাউন্ডেশনের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের এই দান ছাত্র-ছাত্রীরা মনে রাখবে।

(এনকে/এসপি/এপ্রিল ২৬, ২০২২)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test